ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

শীতের সকাল

সাদমান হাফিজ শুভ
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:১৯ এএম

মেলাশীতের সকাল
সাদমান হাফিজ শুভ

টুপ-টুপা-টুপ কী অপরূপ
শিউলি ঝরে ওই,
শিউলি তলে ঝিলিক জ্বলে
কইরে তোরা কই?

আয় দেখে যা শিশিরভেজা
শিউলি কোমল কেশ,
একটু বাঁকা যেন পাখা
জাদু আঁকা বেশ।

রেশমি সাদা হাসির ধাঁধা
ঘাসের অলংকার,
গন্ধে সেরা ছন্দে সেরা
অপূর্ব কারবার।

চুপেচুপে নেয় যে লুফে
মালাকারের দল,
গাঁথে মালা হাতের বালা
আনন্দ-উচ্ছল।