শীত মানে
কাজল নিশি
ওই দেখা যায় খেজুর গাছে
রসের হাঁড়ি বাঁধা,
দেখেই খুশি পাড়ার যত
শিশু-কিশোর, দাদা।
দেখনা কেমন ম ম করে
ঘ্রাণ করছে খেলা,
নতুন চালের পায়েস খাব
আজকে সারাবেলা!
শীত মানেই তো দাদুর মুখে
কাঁপা সুরের গান,
রসের পায়েস খেয়ে আহা!
জুড়ায় সবার প্রাণ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন