কুটুম পাখি
মুকুল হোসেন
হেমন্ত আজ এলো ধরায়
কুটুম পাখি জানে,
সবার মনে আনন্দের ঢেউ
পাকা আমন ধানে।
নতুন চালের পিঠা পায়েস
বানাবে মা খাব,
কুটুম পাখির বাড়িতে তাই
দাওয়াত দিতে যাব।
কুটুম পাখি কুটুম পাখি
এসো আমার বাড়ি,
দাওয়াত টুকু খেয়ে তোমায়
কিনে দিব শাড়ি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন