বিজয়
সারমিন চৌধুরী
দেশের তরে দশের তরে
দিয়েছে যারা প্রাণ,
মাতৃভূমির প্রতি ছিল
তাদের অটুট টান।
জীবন দিয়ে যুদ্ধ করে
বিজয় আনে ঘরে,
ডিসেম্বরে তাদের স্মৃতি
সবার মনে পড়ে।
তারা হলেন বীরশহিদ
গর্ব বাংলার জন্য,
তাদের প্রাণের বলিদানে
হয়েছে জাতি ধন্য।
ইতিহাসের পাতা জুড়ে
নামটি তাদের লেখা,
অমর সেই বীরশহিদের
ছবি হৃদয়ে আঁকা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন