ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

খোকার ফুলবাগান

মো. দিদারুল ইসলাম
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৪:৫৯ এএম

খোকার ফুলবাগান 
মো. দিদারুল ইসলাম 

খোকন সোনার ফুলবাগানে
হরেক ফুলের মেলা,
সেই খুশিতে বাগানজুড়ে 
প্রজাপতির মেলা।

গন্ধরাজের সুবাস পেয়ে 
মৌমাছিরা আসে,
সকালবেলার মিষ্টি রোদে 
সূর্যমুখী হাসে?।

গোলাপ, গাঁদা, নয়নতারা 
মৃদু হাওয়ায় দোলে,
বাগান মাঝে জবারা সব
ঝুমকা হয়ে ঝুলে।