বহির্বিশ্বে উচ্চশিক্ষার স্বপ্নপূরণকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে আয়োজিত স্টাডি ইন মালয়েশিয়া এডুকেশন ফেয়ার ২০২৫ উদ্বোধন করলেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত মো. সুহাদা ওসমান। ছয় দিনব্যাপী এই ব্যতিক্রমধর্মী শিক্ষা মেলা ১৮ জুলাই থেকে শুরু হয়ে ২৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশের তিনটি প্রধান শহর ঢাকা, চট্টগ্রাম ও খুলনায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, উচ্চশিক্ষা বিস্তারে মালয়েশিয়ার বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং সেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণের উপযুক্ত সুযোগ রয়েছে।