দেশের তরুণ প্রজন্মের ক্ষমতায়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করার লক্ষ্যে এনসিসি ব্যাংক সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এই কৌশলগত সহযোগিতার অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের সম্ভাব্য ক্ষেত্রে এনসিসি ব্যাংক কর্তৃক এসএমই ঋণসুবিধা প্রদান করা হবে। রাজধানীর মতিঝিলে অবস্থিত যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন