সরকারি সর্বজনীন পেনশন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করার জন্য সিটিজেনস ব্যাংক পিএলসি এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। আলমগীর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, সিটিজেনস ব্যাংক পিএলসি এবং মো. মহিউদ্দিন খান, নির্বাহী চেয়ারম্যান, জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর প্রদান করেন। ড. মো. খাইরুজ্জামান মজুমদার, সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

