ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ চা সমিতির মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বৃহত্তর সিলেট ও চট্টগ্রামের চা-বাগানে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সম্প্রতি সমিতির মহাখালী ডিওএইচএস কার্যালয়ে প্রায় ২৮৪ একর অনাবাদি জমি সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য ব্যবহার করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান কামরান টি রহমান। উপস্থিত ছিলেন ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ।

