ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ও এফএসিডি-ক্যাবের চুক্তি সই 

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৬:৫৯ এএম

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ও ঋড়ৎবরমহ অফসরংংরড়হ ্ ঈধৎববৎ উবাবষড়ঢ়সবহঃ ঈড়হংঁষঃধহঃং অংংড়পরধঃরড়হ ড়ভ ইধহমষধফবংয (ঋঅঈউ-ঈঅই)-এর মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মো. মহসিন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শেখ আশাফুজ্জামান এফসিএ-পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান, বিসিবিএল; মো. জহিরুল আলম উপব্যবস্থাপনা পরিচালক, বিসিবিএল; মো. জুলফিকার আলী জুয়েল- সভাপতি, ঋঅঈউ-ঈঅই;  মো. মেহেদি হাসানÑ সাধারণ সম্পাদক, ঋঅঈউ-ঈঅই; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জিয়াউল করিম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) বিসিবিএল।