উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন ও শিক্ষকদের আন্তর্জাতিক মানের পেশাদারত্ব বৃদ্ধিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) আয়োজনে সোমবার অনুষ্ঠিত হলো ওয়েবিনার। একাডেমিক মানোন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর এবং লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আহমেদ মুসতাফা।

