গতকাল মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) সদর দপ্তর মসজিদে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম, বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান, উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম সরদারসহ প্রতিষ্ঠানটির সর্বস্তরের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী এ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

