বিজয়ের মাসে জনগণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গতকাল সোমবার মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলায় রূপালী ব্যাংক পিএলসির ৫৮৭তম বালিগাঁও শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি ব্যাংক কর্মীদের গ্রাহকের সেবক হওয়ার নির্দেশনা দেন। রূপালী ব্যাংকের অ্যাপস ও মোবাইল ব্যাংকিং সেবা রূপালীক্যাশের সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন