রাজবাড়ীর কালুখালীতে কৃষকদের মধ্যে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে রূপালী ব্যাংক পিএলসি। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নে সহায়তা করতে ব্যাংকটি এই উদ্যোগ গ্রহণ করেছে। গত সোমবার রূপালী ব্যাংক কালুখালী শাখার উদ্যোগে রাজবাড়ীর আরএসইউএফ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে কৃষিঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক দেবাশীষ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ।

