ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

যমুনা ব্যাংক পিএলসির ‘হজ এবং ওমরাহ প্রিপেইড কার্ড’ উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০২:৫৪ এএম

যমুনা ব্যাংক পিএলসির ঢাকার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য ‘হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড’ নামে দুটি পৃথক কার্ড উদ্বোধন করা হয়। কার্ডটির ব্যবহার সহজ, নিরাপদ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হওয়ায় যাত্রীদের ভ্রমণ ব্যয় পরিকল্পনা ও ব্যবস্থাপনায় অধিক সুবিধা প্রদান করবে। যমুনা ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মো. বেলাল হোসেন কার্ড দুটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, বিভিন্ন বিভাগের প্রধান ও শাখা ব্যবস্থাপকেরা।