১২তম জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৫-এ উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ ‘এসএমই সল্যুশন ক্লিনিক’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। এখানে উদ্যোক্তাদের বিনা মূল্যে দেওয়া হচ্ছে ওয়ান-টু-ওয়ান ব্যাবসায়িক পরামর্শসেবা।
৭ থেকে ১৪ ডিসেম্বর ২০২৫ আয়োজিত এই মেলায় প্রতিদিনই ব্যাংকটির পক্ষ থেকে একটি করে বিশেষ থিমের ওপর জোর দেওয়া হবে, যেখানে দেশি-বিদেশি বাজার, ডিজিটাল টুল, বুককিপিং, রিস্ক ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্সিংসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেবেন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ব্যক্তিরা এবং ব্র্যাক ব্যাংকের নিজস্ব বিশেষায়িত টিম। আজ বুধবার সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের বিশেষজ্ঞরা স্মার্ট বুককিপিং ও ই-কমার্স ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেবেন।
আগামীকাল বৃহস্পতিবার ডব্লিউআইটি ইনস্টিটিউটের ফাউন্ডার নাজিব রাফি বাজার সম্প্রসারণে কার্যকর ডিজিটাল মার্কেটিং টুল ব্যবহার শেখাবেন। ১২ ডিসেম্বর বিডিপ্রেনরের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন ব্যবসা পরিকল্পনা ও অপারেশনাল ডিসিপ্লিন বিষয়ে দিকনির্দেশনা দেবেন। ১৩ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট টিম (সিআরএম) ঋণযোগ্যতা যাচাই ও ফরমাল ফাইন্যান্সিং প্রস্তুতি বিষয়ে সহায়তাসেবা দেবে। ১৪ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক ‘তারা’ পরিচালিত অ্যাডভাইজরি ডে’র মাধ্যমে এই বিশেষ পরামর্শসেবা সিরিজের সমাপ্তি ঘটবে। এদিন ব্র্যাক ব্যাংক ‘তারা’ টিম নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণ বিষয়ে বিশেষায়িত পরামর্শসেবা দেবে। Ñবিজ্ঞপ্তি

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন