ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

শীতে আপনার সঙ্গী

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০১:১৭ এএম

দরজায় কড়া নাড়ছে শীত। বছরের এই সময়টায় আবহাওয়ার মেজাজ বোঝা কঠিন। শহরে তেমন বোঝা না গেলেও, গ্রামে শীতের আবহ চলে এসেছে। শীত থেকে বাঁচতে আমরা নানা রকম অনুষঙ্গ ব্যবহার করি, একইসঙ্গে তা ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে কাজ করে। তাই শীতকালকে বলা হয় ফ্যাশনের ঋতু। শীতের নানা অনুষঙ্গ নিয়ে লিখেছেন মির্জা হাসান মাহমুদ

শীতের হালকা পোশাক

নভেম্বরের এই দিনগুলোয় সকালে হালকা রোদ থাকে, দুপুরে খানিকটা গরম পড়ে। তবে বিকেল থেকে তাপমাত্রা কমতে শুরু করে। এমন মিশেল আবহাওয়ায় মানানসই পোশাক বেছে নেওয়াটা অনেকের জন্য ঝামেলার হয়ে যায়। এই আবহাওয়ায় ভারী পোশাক সঙ্গে রাখা প্রায়ই অস্বস্তির জন্ম দেয়। তাই অনেকেই বেছে নেন সোয়েটার, হাফ-সোয়েটার, হুডি বা হালকা জ্যাকেট। এই পোশাকগুলো প্রয়োজন হলে পরা যায়, আবার গরম লাগলে ব্যাগে ভাঁজ করে রাখা যায়। চাকরিজীবীদের ক্ষেত্রে হাতাকাটা সোয়েটার বেশ উপযোগী একটি পোশাক; শার্টের ওপর পরলে দেখতে পরিপাটি লাগে এবং বেশি এটি খুব বেশি ভারীও নয়।

তরুণদের মধ্যে টি-শার্টের ওপর ফুলহাতা শার্ট পরা বা সঙ্গে হালকা জ্যাকেট রাখার প্রবণতা এখন বেশ প্রচলিত। যদি গরম লাগে, জ্যাকেটটি খুলে ব্যাকপ্যাকে রাখা যায়। ফলে পোশাক বদলানোর ঝামেলা থাকে না। যারা নিয়মিত বাইরে থাকেন, তারা ক্রসবডি ব্যাগ বা ছোট ব্যাকপ্যাক ব্যবহার করে এসব পোশাক সহজে বহন করতে পারেন।

শাল

শীতের শুরুতে পাতলা শাল বেশ কার্যকর। বেশি ভারী না হওয়ায় এগুলো সহজে বহন করা যায় এবং নানা ধরনের পোশাকের সঙ্গে মানিয়েও যায়। পাশমিনা শাল সাম্প্রতিক বেশি জনপ্রিয় হয়েছে। এগুলো মূলত উল ও সিল্কের মিশ্রণে তৈরি, ফলে হালকা হলেও উষ্ণতা পাওয়া যায়। বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন নকশার শাল, যেমন- চেক, ছাপা, সুতার কাজ করা, ব্লক, ঝালরযুক্ত বা কারচুপির শাল। চায়না ওড়না শালেও রঙের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এ শালগুলো ওড়নার মতো ব্যবহার করা যায় আবার স্কার্ফের মতো পেঁচিয়েও নেওয়া যায়। পাতলা তাঁত, অ্যান্ডি বা ধুপিয়ানের শালও অনেকেই পছন্দ করছেন। শাল পরার ধরনেও পরিবর্তন এসেছে। কেউ জ্যাকেটের ওপর রেখে দেন; কেউ আবার গলায় পেঁচিয়ে রাখেন। কেউ স্টোল বা পনচো স্টাইলেও পরছেন শাল। পাতলা শাল ব্যাগে ভাঁজ করে রাখা সহজ, তাই অফিস বা কাজের জায়গায় বেশ সুবিধাজনক।

টুপি

শীতে অনেকেরই কানটুপি পছন্দ। হালকা শীত থেকে কনকনে শীতেও ওম দেয় কানটুপি। সুতি, উল, নিট বা পশমি বিভিন্ন ধরনের টুপি বাজারে পাওয়া যায়। অবশ্য তরুণদের মধ্যে এখন স্কাল ক্যাপ, বিনি টুপি বা মাফলার টুপির জনপ্রিয়তা বেশি। মাফলার টুপিতে প্রান্তভাগ গলায় জড়িয়ে রাখা যায়, ফলে আলাদা মাফলার পরার প্রয়োজন পড়ে না। এ ছাড়া উলের ঝোলা টুপি ছেলেমেয়ে উভয়ের জন্য উপযোগী। যারা শুধু কান ঢাকতে চান, তাদের জন্য হেডফোন-স্টাইল টুপিও আছে। ফরমাল পোশাকে যারা হ্যাট ব্যবহার করতে পছন্দ করেন, তারা পানাম, বোলার কিংবা ডেরবি ক্যাপ নিতে পারেন। ভ্রমণের জন্য একটু বড় ব্রিমের কাউবয় হ্যাটও অনেকের জন্য আরামদায়ক একটি বিকল্প।

মাফলার

শীতের সঙ্গে মাফলারের গভীর সম্পর্কের কথা সবারই জানা। শীত এলে মাফলার খুব সাধারণ এবং কার্যকর একটি অনুষঙ্গ। অ্যান্ডি কটন, সুতি, শিফন কিংবা পাতলা পশমি মাফলার শীতে বেশ আরাম দেয়। গরম বেশি লাগলে মাফলার খুলে ব্যাগে রাখা যায়, তাই ব্যবহারিক দিক থেকে এর সুবিধাও বেশি। মাফলার বাঁধার ধরন নিয়ে তরুণদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা এখনো চলছে। কেউ গলায় একটি প্যাঁচ দিয়ে রাখেন, কেউ দুই কোনা বুকের ওপর ফেলে রাখেন, কেউ আবার স্কয়ার বা ত্রিভুজ আকৃতিতে ভাঁজ করে পরেন। এর বাইরেও পাগড়ির মতো করে বা ব্যান্ডের মতো বেঁধে নেওয়ার ধরনও জনপ্রিয়। বিভিন্ন রং ও নকশার মাফলার যেকোনো সাধারণ পোশাককেই নতুন রূপ দেয়।

স্কার্ফ

যদিও স্কার্ফের ব্যবহার এখন শুধু শীতে সীমাবদ্ধ নয়। তবে হালকা শীতে স্কার্ফ অনেক বেশি কার্যকর। চেক, স্ট্রাইপ, একরঙা, প্রিন্ট বা ব্লক; সব ধরনের ডিজাইনের স্কার্ফ বাজারে পাওয়া যাচ্ছে। স্কার্ফ খুব সহজেই জিন্স, টি-শার্ট, শার্ট, সোয়েটার বা হুডির সঙ্গে মানিয়ে যায়। যারা ভারী শাল নিতে চান না, তারা স্কার্ফ বেছে নিতে পারেন।

হাতমোজা

শীত একটু জোরালো হলে হাতমোজার প্রয়োজন পড়ে। ঠান্ডা আবহাওয়ায় অনেকের হাত ব্যথা হয় বা চামড়া ফেটে যায়। তাই শীত বাড়লে হাতমোজা ব্যবহার করা ভালো। বাজারে পাওয়া যায় উল, কটন, পশমি বা চামড়ার হাতমোজা। যারা বাইকে চলাফেরা করেন, তাদের জন্য স্পেশাল বাইক গ্লাভসও পাওয়া যায়, যা বাতাস ঠেকায়।

জুতা

সারা বছর তরুণদের পায়ে ছিমছাম স্লিপারের রাজত্ব থাকলেও শীতে স্নিকার বা কেডসের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। স্নিকার পা গরম রাখে। অনেক বাসাবাড়ির মেঝে টাইলস হওয়ায় পায়ে ঠান্ডা লাগে। এ ক্ষেত্রে ফ্লোর টাস জুতা ভালো সমাধান হতে পারে। এটি ঘরে ব্যবহারের জন্য সুবিধাজনক।