ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

গলদা চিংড়ির গ্রিল

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০১:২৪ এএম

গলদা চিংড়ির গ্রিল

উপকরণ:

গলদা চিংড়ি: ৪টি, লেবুর রস: ১ চা-চামচ, লেমন জেস্ট: আধা চা-চামচ, মাখন: ২ টেবিল চামচ, লাল মরিচকুচি বা চিলি ফ্লেক্স: ১ চা-চামচ, রসুন মিহি কুচি: ১ টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়া: ১ চা-চামচ, জলপাই তেল: ১ টেবিল চামচ, লবণ: সামান্য

প্রণালি:

চিংড়ির মাথার ভেতরের ময়লা ও পিঠের রগ পরিষ্কার করে নিন। চাইলে মাথা ও শক্ত আবরণ ফেলে দিতে পারেন। একটি বাটিতে চিংড়ি ছাড়া বাকি সব উপকরণ মিলিয়ে নিন। মিশ্রণটিতে চিংড়ি মাখিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট। ১০ মিনিট পর গ্রিল প্যানে ভেজে নিন। ওভেনেও গ্রিল করে নিতে পারেন। ১৪০ ডিগ্রিতে ১৫-২০ মিনিট।