বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর বিতর্কিত মন্তব্যের জেরে প- হয়েছে দলটির কক্সবাজারের ঈদগাহ ও চকরিয়া উপজেলার সমাবেশ।
গতকাল শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভেঙে দেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। ট্রাকের ওপর মঞ্চটি করা হয়েছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। বিকেল ৫টায় সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের। পথসভা বাতিল হওয়ায় কক্সবাজার থেকে বান্দরবানের উদ্দেশে যাত্রা করেন এনসিপি নেতারা।
এর আগে গতকাল দুপুর ২টা নাগাদ কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে জনসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে। চাঁদাবাজি করছে। আবার নাকি সে সংস্কার বোঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বোঝে না রাজপথে তাদের দেখিয়ে দেবে ইনশাআল্লাহ।’
নাসীরুদ্দীন পাটওয়ারীর এ বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে। এ বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ ও ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো কক্সবাজার শহর, চকরিয়া, পেকুয়া ও উখিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।
এদিকে দুপুর আড়াইটার দিকে সমাবেশ শেষ করে কক্সবাজার ছাড়ে এনসিপির গাড়িবহর। যাত্রাপথে সমাবেশ করার কথা ছিল ঈদগাও উপজেলায়। সেখানে বিএনপির তোপের মুখে সমাবেশ না করেই চলে যান এনসিপির নেতাকর্মীরা।
এ ঘটনায় চকরিয়া বিএনপির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক উত্তেজিত কর্মীদের শান্ত করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূফ বদরী বলেন, সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্য খুবই দুঃখজনক। বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারবাসীর কাছে একটি আবেগ-অনুভূতির নাম। তাকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্য নিয়ে ফুঁসে উঠেছে বিএনপির নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এরপরও জেলাবাসীকে ধৈর্য ধরে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকেল পৌনে চারটার দিকে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে মঞ্চে হামলা করেন। এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন।
এনসিপির নেতাকর্মীরা বলেন, বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানো ট্রাক মঞ্চটি ভেঙে ফেলে। এ সময় সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলে ও ট্রাকের কাচ ভাঙচুর করে। তাৎক্ষণিক সেনাবাহিনী সমাবেশস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারের চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনের তিনবারের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৯৬-২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। এরপর ২০০৮ সালের নির্বাচনে ওই আসনে সংসদ সদস্য হন সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। প্রায় দুই মাস পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তার সন্ধান পায়।
সালাহউদ্দিনকে আটকের পর অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে মামলা করে মেঘালয় পুলিশ। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ১১ আগস্ট প্রায় ৯ বছর পর দেশে ফিরে আসেন বিএনপি সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী।
আপনার মতামত লিখুন :