ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, ঠিক সেই সময়ে নির্বাচন হবে। এক দিনও পেছানো হবে না। গতকাল শনিবার কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘আন্তর্জাতিক ইভেন্ট ল’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।
প্রেস সচিব বলেন, নির্বাচন আগেও হতে পারে, ৩০ জুন মানে এর বেশি যাবে না। এর মধ্যে এটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে, এপ্রিল, মে, বা জুনেও হতে পারে। কিন্তু জুনের ৩০ তারিখের পরে যাবে না। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।
গোপালগঞ্জের ঘটনার বিষয়ে তিনি বলেন, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন, যারা সেই দিন ভায়লেন্সে জড়িত ছিলেন আমরা সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। আসামি গ্রেপ্তার নিয়ে তিনি বলেন, অনেকে বলছেন সেখানে হিউম্যান রাইটস ভায়লেন্সস। আমরা সাংবাদিকদের বলব, আপনারা গোপালগঞ্জ ভিজিট করেন দেখেন। আমরা সবকিছু নিয়মতান্ত্রিকভাবে আইন অনুসারে করছি।
পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে। সবাই খুব আন্তরিকতার সঙ্গে বিষয়টি আলোচনা করছে।
বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সেটার ফল পাচ্ছি। যেসব অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছি। বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে আইন সংশোধন করে আমরা দ্রুত বিচার করছি।
আপনার মতামত লিখুন :