বিএনপির কাছে নতি স্বীকার করে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান থেকে সরে এসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওয়াদা ভঙ্গ করেছেন, এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রধান উপদেষ্টার বিভিন্ন সময়ের কর্মকা-ে একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। এতে সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ডা. তাহের অভিযোগ করে বলেন, লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে অসম চুক্তি, বিএনপির চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, এসবই তার আনুগত্য প্রকাশের দৃষ্টান্ত। উপদেষ্টা পরিষদ কর্তৃক গৃহীত আরপিওতে বিএনপির আপত্তি আসার পর প্রধান উপদেষ্টা কার্যত তাদের কাছে নতি স্বীকার করেছেন। তিনি সতর্ক করে বলেন, আরপিও নিয়ে পূর্বের সিদ্ধান্তে ফিরে না এলে জামায়াতে ইসলামী রাজপথে নেমে প্রতিবাদ জানাবে। আমরা এই অন্যায় ও পক্ষপাতমূলক অবস্থান মেনে নেব না। জামায়াতের এই নেতা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে বিএনপি যে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি করেছে, তা নির্বাচনের পরিবেশকে সংকটে ফেলছে। এ ধরনের চাপ সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, অশুভ এই চক্র ও ষড়যন্ত্রের কাছে প্রধান উপদেষ্টার নতি স্বীকার কোনোভাবেই কাম্য নয়। জুলাই সনদের আইনি ভিত্তি থেকে সরে আসা জাতির সঙ্গে করা ওয়াদা ভঙ্গের শামিল। গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কারকাজে এখনই দৃঢ় অবস্থান নিতে হবে, নচেৎ জনগণ তা মেনে নেবে না।
শেষে ডা. তাহের আহ্বান জানান, ড. ইউনূস যেন সংস্কার বাস্তবায়নে যথাযথ ভূমিকা পালন করেন এবং জাতির প্রত্যাশা পূরণে দৃঢ়তা দেখান। এই সরকারের বৈধতা ও বিশ্বাসযোগ্যতা নির্ভর করছে সেই প্রতিশ্রুতি রক্ষার ওপর।

