ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ছয় বাসে আগুন, স্কুল রিসোর্টে পেট্রোলবোমা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১২:০৪ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির আগে গতকাল বুধবার ভোররাত থেকে শুরু করে সারা দিন দেশের বিভিন্ন স্থানে ছয়টি বাসে আগুন, রাজধানীর মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুল এবং গাজীপুরের গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

নির্বাচন কমিশনের কম্পাউন্ড থেকে চারটি পটকাসহ ঢাকা থেকে একাধিক ককটেল ও পেট্রোলবোমা উদ্ধারের পাশাপাশি রাজধানীতে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া তল্লাশি চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাসা থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সিলেট-আখাউড়া রেলপথে রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাস এবং রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগলেও তা কোনো নাশকতা নয় বলে জানিয়েছে পুলিশ। যান্ত্রিক ত্রুটির কারণে এ দুটি আগুন লেগেছে বলে জানিয়েছে ডিএমপি। এর বাইরেও সারা দেশে আওয়ামী লীগ ও দলটির শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে।

রাজধানীর মিরপুর ও দোলাইরপাড়ে দুই বাসে আগুন: রাজধানীর মিরপুর ও দোলাইরপাড়ে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব কা-ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘আজ (গতকাল) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে দোলাইরপাড়ে একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বাসটিতে কীভাবে আগুন লেগেছে, তা আমরা জানতে পারিনি। এ ছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।’

এর আগে দুপুরে মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে ‘শতাব্দী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েক ব্যক্তি হঠাৎ বাসটির সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আশুলিয়ায় আলিফ পরিবহনের বাসে আগুন: আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা আলীফ পরিবহনের একটি বাসে গতকাল বুধবার ভোররাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের চালক মো. সাত্তার বলেন, ‘ওই সময় আমি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলাম। ভোররাতে হঠাৎ আগুনের তাপ এসে আমার গায়ে লাগে। চোখ খুইলা দেখি আগুন। আমি জানালা দিয়া লাফ দিয়া নামছি।’

গাজীপুরে তিনটি বাসে আগুন, রিসোর্টে পেট্রোলবোমা নিক্ষেপ: গাজীপুর সিটি করপোরেশনের বাসন, কাশিমপুর থানা এলাকা ও শ্রীপুরে পৃথক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় বাস পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার দিবাগত রাতে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানার ভোগড়া বাইপাসের পাশে পেয়ারাবাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে, কাশিমপুর থানাধীন কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মিনিবাসে, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

অন্যদিকে গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। পাঁচ মাস আগেও একই রিসোর্টে বোমা হামলার ঘটনা ঘটে। গতকাল বুধবার ভোররাতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচুলাবাড়ী এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রিসোর্টের সীমানাপ্রাচীরের ভেতরে পেট্রোলবোমার মতো দুটি বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাসদৃশ দুটি কাচের বোতল উদ্ধার করে। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রোলবোমাগুলো নিক্ষেপ করে পালিয়ে যায়।

মোহাম্মদপুরে স্কুলে পেট্রোলবোমা নিক্ষেপ, উদ্ধার ককটেল ও পেট্রোলবোমা: রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪ মিনিটের দিকে পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে চারজন আসে। এরপর পরপর দুটি পেট্রোলবোমা প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, স্কুলটি লক্ষ্য করে দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ছাড়া মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে দুটি ককটেলসহ আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি ভোলার বোরহান উদ্দিনের ৯ নম্বর দেউলিয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর বাইরেও মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোলবোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বুধবার র‌্যাব-২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে র‌্যাবের একটি বিশেষ দল রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে এসব বোমা ও বিস্ফোরক উদ্ধার করে।

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, আটক ৭: সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করতে নওফেলের বাসায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করছেনÑ এমন অভিযোগে এই অভিযান চালানো হয়। একজন জুলাইযোদ্ধার ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বুধবার বেলা সাড়ে ৩টা থেকে আধা ঘণ্টারও বেশি সময় ধরে নগরীর পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদের চশমাহিলে নওফেলের বাসায় অভিযান চালানো হয়। সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবন হিসেবে পরিচিত এই বাসা।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছি, যেখানে বলা হয়েছে ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে জড়ো হচ্ছে কিছু লোক। তথ্য ছিল, এখানে যারা জড়ো হচ্ছেন, তাদের জন্য বাইরে থেকে খাবার আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে। ’

নির্বাচন কমিশনের কম্পাউন্ড থেকে চারটি পটকা উদ্ধার: রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কম্পাউন্ড থেকে চারটি ককটেলসদৃশ পটকা উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানার পুলিশ। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, নির্বাচন কমিশনের কম্পাউন্ড থেকে চারটি পটকা উদ্ধার করা হয়েছে। সিসি ক্যামেরা বিশ্লেষণ করে দেখা হচ্ছে কে বা কারা পটকাগুলো রেখেছে।

লাউয়াছড়ায় রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সিলেট-আখাউড়া রেলপথে রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকায় রেলওয়ের ২৯৮ নম্বর পিলারের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় রেললাইনের ওপর একটি স্লিপার দেখতে পান রেলওয়ে কর্মকর্তারা। পরে দ্রুত ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

রেললাইনের ওপর থেকে স্লিপারটি সরিয়ে ফেলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে ও থানা পুলিশের সদস্যরা। কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনের মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ বলেন, দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রেললাইনে স্লিপার ফেলে রেখেছিল।

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কার্যালয়ের আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে ব্যাংকের ভল্টের কোনো ক্ষতি হয়নি।

গত মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানান বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম। গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন বলেন, রাত ২টার দিকে কে বা কারা বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে তাদের জানান। পরে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নেভিয়ে ফেলেন।

শাহজালালের প্রবেশপথে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্য আহত: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে ককটেল বিস্ফোরণে আনসার সদস্য আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বিমানবন্দর গোলচত্বরসংলগ্ন মূল গেটে এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, বিআরটি উড়াল সেতুর ওপর থেকে একটি ককটেল ছোড়া হয়। সেটি মূল গেটে কর্তব্যরত আনসার সদস্যদের ছাউনির ঠিক সামনেই ফুটেছে।

বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের এপিসি চন্দ্র শেখর মন্ডল বলেন, ‘বিমানবন্দরের প্রবেশ গেটে আমরা দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করেই বিকট শব্দে ককটেলের বিস্ফোরণ ঘটে। আমাদের একজন আহত হন।’

রাজধানীতে ঝটিকা মিছিল, আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘গত ২৪ ঘণ্টায় রাজধানীর ওয়ারী, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য।’