ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বাসে আগুন দিয়ে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, কলেজছাত্রের মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১২:২৫ এএম

রাজধানীর মিরপুরে থেমে থাকা একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে আব্দুল্লাহ আল সায়াদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ৫ হাজার টাকার প্রলোভনে পড়ে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মিরপুর ২ নম্বর চিড়িয়াখানা এলাকার বেড়িবাঁধ এলাকায় ওই কলেজছাত্র আরও দুই বন্ধুকে নিয়ে বাসে আগুন দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে মিরপুর ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে মানিকগঞ্জের শিবালয়ে একটি বাসে আগুন দিলে ভেতরে ঘুমিয়ে থাকা বাসচালক তাজেস খান (৪৫) মারাত্মকভাবে দগ্ধ হন। অন্যদিকে গত বৃহস্পতিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা হয়েছে। এসব ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে বেড়িবাঁধে থেমে থাকা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে। আরেকজন ধাওয়া খেয়ে বেড়িবাঁধ থেকে তুরাগ নদে ঝাঁপ দেয়। রাত সাড়ে ১০টার দিকে ঝাঁপ দেওয়া ওই তরুণের মরদেহ নদ থেকে উদ্ধার করা হয়।

তুরাগ নদে ঝাঁপ দিয়ে মারা যাওয়া তরুণকে ৫ হাজার টাকার প্রলোভন দেখানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। মারা যাওয়া তরুণের নাম আব্দুল্লাহ আল সায়াদ (১৮)। সে কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ‘ও’ লেভেলের শিক্ষার্থী রুদ্র মোহাম্মদ আমির সানিকে (১৮) আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন। এ ঘটনায় তৃতীয় আরেক তরুণ যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার এমদাদ হোসেন বলেন, টাকার প্রলোভন দেখিয়ে তাদের বাসে আগুন দেওয়ার কাজে ব্যবহার করা হয়।

তিনি বলেন, ‘গ্রেপ্তার রুদ্র মোহাম্মদ আমির সানিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা তাদের ৫ হাজার টাকার প্রলোভন দেখান। তাদের ঢাকা ১৪ নির্বাচনি এলাকার যেকোনো একটি গাড়িতে আগুন দেওয়ার জন্য ভাড়া করা হয়।’ এ ঘটনায় আমির সানির নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নিহত আবদুল্লাহ আল সায়াদের মরদেহের ময়নাতদন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, পরিবারের সদস্যরা গতকাল শুক্রবার মরদেহ নিয়ে গেছেন। সায়াদের বাড়ি ঢাকার উত্তরা এলাকায় বলে জানা গেছে।

রাজধানীর বাইরে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আবারও একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাজেস খান (৪৫) মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। 

জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তাজেস খানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

পুলিশ জানায়, দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনকারী বাসটি প্রতিদিনের মতো মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। রাত প্রায় দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসেই ঘুমিয়ে থাকা চালক তাজেস খান আগুনে দগ্ধ হন। খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে গত ১০ নভেম্বর শিবালয়ের উথলী এলাকায় মহাসড়কের পাটুরিয়া সংযোগ মোড়ে পার্কিং করে রাখা আরেকটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দুই সপ্তাহের ব্যবধানে পরপর দুটি অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

অন্যদিকে বরগুনায় গতকাল বৃহস্পতিবারও একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন আমতলী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আতাউর রহমান রাসেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পারভেজ খান, মাদক ও চুরির ১১ মামলার আসামি আমতলী পৌর যুবলীগের সদস্য তন্ময় গাজী, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য কাওছার আহমেদ রনি ও সাবেক ছাত্রলীগ কর্মী কাওসার আহমেদ রনি।

এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরে খাড়াজোড়া এলাকায় থামানো একটি গণপরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। মালিকপক্ষ ও পাহারাদার জানান, উপজেলার খাড়াজোড়া এলাকায় সমাহার কারখানার সামনে ইতিহাস পরিবহন কাউন্টারের পাশে গাড়িটি মেরামতের জন্য রাখা ছিল।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু ততক্ষণে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেললাইনে আগুন : ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় আখাউড়া-চিনাইর সড়কের পাশের রেললাইনে টায়ার জ¦ালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মাত্র এক দিন আগে একই এলাকার কাছে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রেললাইনে আগুনের কারণে ট্রেন চলাচলে সাময়িক বিঘœ হয়। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস প্রায় ১৫ মিনিট ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে। পরে রাত ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি ছেড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেললাইনে টায়ারে আগুন দেয়। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।