রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে ৩৫টি তাজা ককটেল, ২৩টি জর্দার কৌটাসহ ককটেল তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ককটেল তৈরির সঙ্গে জড়িত ৩ কারিগরকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, ‘জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে। এখানে একটি ভবনের ছাদে বিপুলসংখ্যক ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের মোক্তারের বাড়ি ককটেল তৈরির কারখানা। ককটেলগুলো তৈরি করে বুনিয়া সোহেলের বড় ভাই টুনটুনের বাড়ির ছাদে মজুত করা হচ্ছিল। ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে নিষ্ক্রিয় করেন।
পুলিশ জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৭ নভেম্বরকে কেন্দ্র করে ককটেলগুলো তৈরি করাচ্ছিল। রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ককটেল সরবরাহের কথা ছিল।
বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ: এদিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত বৃহস্পতিবার রাতে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বর আউটগোয়িং গেটের সামনে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়। এর কিছু সময় পর বিমানবন্দর ১ নম্বর সেক্টরস্থ জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে দ্বিতীয় ককটেলের বিস্ফোরণ ঘটে।
গতকাল শুক্রবার বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম জানান, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের সম্ভাবনা রয়েছে। পুলিশ নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখছে।

