পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকা-ের ঘটনায় তদন্ত কমিশনের প্রতিবেদনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম আসার পর তাকে অপসারণ করে শাস্তির আওতায় আনার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
গতকাল মঙ্গলবারও আইজিপির অপসারণ ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। বিকেল ২টা ৫০ মিনিট থেকে ৩টা ৫৫ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টা শাহবাগের গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে রাখে সংগঠনটির নেতাকর্মীসহ ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকা ও আশপাশ এলাকার সহস্রাধিক মানুষ। এতে শাহবাগ এবং এর আশপাশের সড়কগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন এসব সড়কে চলাচলকারী যাত্রীরা। অবস্থা বেগতিক দেখে অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে। অনেককে গণপরিবহন থেকে নেমে রিকশা কিংবা ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।
ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে পুলিশের বর্তমান আইজিপি বাহারুল আলমের সম্পৃক্ততা রয়েছে দাবি করে তার অপসারণ চাইছে ‘শহীদ পিন্টু স্মৃতি সংসদ’।
শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, ‘শহীদ পিন্টু হত্যার বিচারের দাবিতে আজ (গতকাল) শাহবাগ অবরোধ করেছি। আমরা এ হত্যাকা-ের দ্রুত বিচার চাই। একই সঙ্গে আইজিপিকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
তিনি আরও বলেন, ‘তৎকালীন স্পেশ্যাল ব্রাঞ্চের প্রধান ও বর্তমান আইজিপি বাহারুল আলমকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তার করা না হলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করা হবে।’
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘পিন্টু হত্যার বিচারের দাবিতে পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন সড়ক অবরোধ করে আন্দোলন করে। এতে শাহবাগ ব্লকড হয়ে যায়। যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের প্রচেষ্টাও চলে। পরবর্তীতে বিকেল ৫টার পরপর বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যায়। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
এর আগের দিন, গত রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করেন তার সহধর্মিণী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা।
প্রতিবাদ সভায় তিনি বলেন, ‘আমি বহুবার বলেছিÑ আমার স্বামীকে হত্যা করা হয়েছে। স্বাধীন তদন্ত কমিশন এখন প্রমাণ করেছে এটি ছিল পরিকল্পিত হত্যাকা-।’
তিনি আরও অভিযোগ করেন, ‘পিলখানা হত্যাকা- ও ৫৭ সেনা কর্মকর্তার নির্মম হত্যা মামলায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশিত হওয়ার পরও সরকার ব্যবস্থা নেয়নি।’ তিনি আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
২০১৫ সালের মে মাসে বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় মারা যান। ৩ মে তাকে কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত অবস্থায় পান। নাসিমা আক্তার কল্পনার দাবি, চিকিৎসা ব্যবস্থাপনায় হাইকোর্টের নির্দেশনা অমান্য করে পিন্টুকে রাজশাহীতে পাঠানো হয়, রিমান্ডে নির্যাতনের কারণে তার চোখ নষ্ট হয়ে যায়, থেরাপির জন্য আদালতের আদেশ থাকলেও তা পালন করা হয়নি।
গতকাল শাহবাগ অবরোধে উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন, পিন্টু হত্যার বিচার না হওয়া এবং তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপির নাম আসার পরও সরকারের নীরবতা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। এ কারণে তারা ইতোমধ্যেই ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে।
এর আগে গত ৪ ডিসেম্বর আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনা আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে। বিদ্রোহের পর সীমান্তরক্ষী এই বাহিনীর বিডিআর নাম বদলে করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। পরিবর্তন করা হয় ইউনিফর্মও।
বিডিআর হত্যাকা-ের ঘটনার প্রায় ১৭ বছর পর গত বছরের ২৪ ডিসেম্বর মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে ৮ সদস্যবিশিষ্ট জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনকে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদ্ঘাটন করতে বলা হয়। নৃশংস এ হত্যাকা-ের ঘটনা ১১ মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে কমিশন। এরপর গত রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিশন। এরপর থেকেই মূলত আইজিপিকে অপসারণের দাবি ওঠে।

