শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০১:৪৪ এএম

গিজার-হিটিং রড নিয়ে দ্বিধা?

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০১:৪৪ এএম

গিজার-হিটিং রড নিয়ে দ্বিধা?

শীতের সকালে বাসায় গরম পানির প্রয়োজন হলে অনেকেই দ্বিধায় পড়েন গিজার ব্যবহার করবেন, নাকি সস্তা ও ছোট্ট একটি হিটিং রডেই কাজ চালিয়ে নেবেন? দুটোই পানি গরম করার বৈদ্যুতিক যন্ত্র, কিন্তু বিদ্যুৎ খরচ কি এক রকম? আসলে না। দুটির কাজের পদ্ধতি, নিরাপত্তা, পানির গুণগত মান এবং বিদ্যুৎ খরচ সব ক্ষেত্রেই পার্থক্য আছে। চলুন সহজভাবে বিষয়টি বুঝে নেওয়া যাক।

গিজারের কাজের ধরন

গিজার মূলত একটি ইনসুলেটেড ট্যাংক, যার ভেতরে থাকা পানি নির্দিষ্ট তাপমাত্রায় গরম হয় এবং কিছুক্ষণ ধরে গরম থাকে। গিজারের হিটিং কয়েল শক্তিশালী হওয়ায় পানি তুলনামূলক দ্রুত গরম হয়। সাধারণত গিজারে ব্যবহৃত ক্ষমতা ১,৫০০-২,০০০ ওয়াট। ট্যাংকে পানি গরম হওয়ার পর থার্মোস্ট্যাট স্বয়ংক্রিয়ভাবে হিটার বন্ধ করে দেয়। ইনসুলেশন থাকায় গরম পানি অনেকক্ষণ গরম থাকে।

হিটিং রডের কাজের ধরন

হিটিং রড পানির ভেতর সরাসরি দিয়ে গরম করে। এতে কোনো ট্যাংক নেই, ইনসুলেশনও নেই। আশা করা যায় দ্রুত গরম হবে, কিন্তু বাস্তবে পানি গরম হতে বেশি সময় লাগে। এর সাধারণত ক্ষমতা ১,০০০-২,০০০ ওয়াট। যতক্ষণ রড পানিতে থাকে বিদ্যুৎ খরচ চলতেই থাকে। পানি বারবার ঠান্ডা হয়ে যায়, ফলে বারবার চালু রাখতে হয়।

কোনটিতে খরচ বেশি?

অনেকে মনে করেন হিটিং রড ছোট, তাই কম বিদ্যুৎ খায়। এটা পুরোপুরি সঠিক নয়। বিদ্যুৎ খরচ নির্ভর করে ওয়াট, ব্যবহারের সময় এবং তাপ ধরে রাখার ক্ষমতার উপর। ধরি, ১৫ লিটার পানি গরম করতে হবে। গিজারে ১৫-২০ মিনিটে পানি গরম হয়। হিটিং রডে একই পানিতে লাগতে পারে ২৫-৩৫ মিনিট বা তার বেশি। তাহলে ১৫০০ ওয়াট গিজার ২০ মিনিট চললে খরচ ০.৫ ইউনিট। অন্যদিকে ১৫০০ ওয়াট হিটিং রড ৩০-৩৫ মিনিট চললে খরচ ০.৭৫-০.৯ ইউনিট।  অর্থাৎ একই পরিমাণ পানিতে হিটিং রডে গিজারের তুলনায় বেশি বিদ্যুৎ খরচ হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!