ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত অন্তত ৫০

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০১:৫৫ এএম

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-আন্দালিভ রহমান পার্থ) সমর্থকদের মধ্যে পৃথক সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের নতুন বাজারে বিজেপি জেলা কার্যালয় চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিজেপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনার পর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, গতকাল শনিবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা বিজেপি এক সমাবেশ ও মিছিল বের করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ে তারা সমাবেশ করে। একই সময়ে বিএনপিও তাদের দলীয় কার্যালয়ে সমাবেশ ও মিছিল বের করে। দুই দলের সমাবেশ ও মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগবিত-া এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন  গণমাধ্যমকর্মী ও পুলিশ সদস্যও রয়েছেন। সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি, অফিস, পোস্টার ও ব্যানার ভাঙচুর করা হয়।
খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 
সংঘর্ষের পর ভোলা জেলা বিএনপি তাদের কার্যালয়ে বেলা দুইটায় সংবাদ সম্মেলন করে। সেখানে জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম অভিযোগ করে বলেন, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পেছন দিক থেকে বিজেপির কর্মীরা অতর্কিত হামলা চালান। তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ওপর এই হামলা চালানো হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম।’
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক বলেন, তাদের সদর উপজেলা কমিটির সদস্যসচিব মো. হেলাল উদ্দিনকে বিজেপির নেতারা কটাক্ষ করায় তারা আজ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করেন। সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার পর দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বাংলা স্কুল মোড়ে গেলে দুটি বোমা বিস্ফোরণ ও গুলির আওয়াজ পাওয়া যায়। এ সময় তাদের লক্ষ্য করে বিজেপির কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপরই সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির অন্তত ২৫ জন আহত হন।
সম্প্রতি ভোলার বিভিন্ন জায়গায় বিজেপির বিরুদ্ধে ঝাড়ুমিছিলসহ নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। এর প্রতিবাদে গতকাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে বিজেপি। দলের ভোলা জেলার সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ বলেন, বিজেপির নেতাকর্মীরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সভা করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছেন। এতে তাদের ২৪ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
ভোলা বিজেপির প্রচার সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘বিএনপির একটি পক্ষ আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। আমাদের শান্তিপূর্ণ সভায় বিএনপির লোক এসে ভাঙচুর করেছে।’