বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সালমান ফরিদ, সিলেট

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০১:০৮ এএম

সিলেটের ৫ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে আল ইসলাহ

সালমান ফরিদ, সিলেট

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০১:০৮ এএম

সিলেটের ৫ আসনে নির্বাচনের  প্রস্তুতি নিয়ে মাঠে আল ইসলাহ

বৃহত্তর সিলেট অঞ্চলে বিশাল ভক্ত ও অনুসারী রয়েছে প্রখ্যাত পীর, দেশবরেণ্য আলেমে দ্বীন ও শামসুল উলামা মরহুম আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.)-এর। ইসলাম ধর্মের একজন বুজুর্গ ও ওলি হিসেবে সবার কাছে তিনি ‘ফুলতলী ছাহেব কিবলাহ’ নামে পরিচিত ও সমাদৃত। সব রাজনৈতিক দলেই রয়েছে তার বিশাল অনুসারী। দলমত নির্বিশেষে সিলেটসহ দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন তারা। স্থানীয় ও জাতীয় নির্বাচনের প্রাক্কালে প্রার্থীরা ‘ফুলতলী দরবার’ থেকে দোয়া নিয়ে আসেন। ফুলতলী মসলকের বিশাল ভক্ত ও অনুসারীরা স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করেন। তারা যেকোনো নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারণ করে দিতে পারেন।

আল্লামা ফুলতলী রহ. প্রতিষ্ঠা করেন একটি অরাজনৈতিক সংগঠনÑ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ। দলটি নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত নয়। কখনোই তারা রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে যায়নি। অতীতের কয়েকবার স্বতন্ত্র হিসেবে প্রার্থী দিয়েছিল তারা। সর্বশেষ গত নির্বাচনে দলটি মাত্র একটি আসনে প্রার্থী দেয় এবং বিজয়ী হয়।

এবারও সেই আল ইসলাহের নির্বাচনে প্রার্থিতার কোনো সিদ্ধান্ত ছিল না। রাজনৈতিক নানা প্রতিবন্ধকতার কারণে পুরোপুরিই নীরব ছিল দলটি। কিন্তু নির্বাচনি পরিবেশ আসায় এবং দলটির ভেতরে নির্বাচনে যাবার আগ্রহ বাড়ায় তারা শেষমেশ সিলেট অঞ্চলে প্রার্থী দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। তবে সেই প্রার্থীরা আল ইসলাহের সমর্থনে ‘স্বতন্ত্র প্রার্থী’ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত মঙ্গলবার সিলেটে দলের নীতিনির্ধারণী পর্যায়ের এক বৈঠকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে কারা প্রার্থী হিসেবে লড়বেন, তা এখনো নিশ্চিত করেনি দলটি। যদিও দলটির একটি সূত্র জানায়, বৈঠকে সিলেট বিভাগের অন্তত ৫টি আসনে প্রার্থী দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। মাঠ পরিস্থিতি পর্যালোচনা করে সেই প্রার্থিতার সংখ্যা ১৫ আসনে গিয়ে পৌঁছাতে পারে। আল্লামা ফুলতলী রহ.-এর অনুসারী এ দলটি সিলেট জেলায় একটি, মৌলভীবাজারে তিনটি এবং সুনামগঞ্জে একটি আসনে প্রার্থী দিবে। আসনগুলোর মধ্যে রয়েছে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ), সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক), মৌলভীবাজার-১ (জুড়ি-বড়লেখা), মৌলভীবাজার-২ (কুলাউড়া) এবং মৌলভীবাজার-৩ মৌলভীবাজার সদর-রাজনগর)। তবে ১৫টি আসনে প্রার্থী দিলেও তারা ৪টি আসনে কোনো প্রার্থী দেবে না। এসব আসনে বিএনপির হেভিয়েট প্রার্থী ও ফুলতলী মসলকের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় সেখানে কোনো প্রার্থী দেবে না। এর মধ্যে সিলেট-১ ও সিলেট-৩ রয়েছে।

সূত্র জানায়, আলোচিত সিলেট-৫ আসনে (কানাইঘাট-জকিগঞ্জ উপজেলা) প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হলেও প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এ আসনের সাবেক সংসদ সদস্য, প্রখ্যাত আলেমে দ্বীন, দলটির সভাপতি ও ফুলতলী পীরের সাহেবজাদা মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থী থাকবেন কি না তা এখনো প্রকাশ করেনি দলটি। যদিও নেতাকর্মী ও স্থানীয়দের পছন্দের প্রার্থী হচ্ছেন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসন থেকে নির্বাচন করবেন মাওলানা মুফতি সিরাজুল ইসলাম ফারুকী। তিনি সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ। মৌলভীবাজার-১ (জুড়ি-বড়লেখা) আসন থেকে নির্বাচন করবেন মাওলানা মুফতি বেলাল আহমাদ। তিনি আল ইসলাহের ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নির্বাচন করবেন সদ্য সাবেক কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও সাবেক দুইবারের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেব। এ ছাড়া মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) থেকে প্রার্থী হবেন আল ইসলাহের নেতা মাওলানা আলাউর রাহমান টিপু।

এদিকে আল ইসলাহ প্রার্থী দিচ্ছেÑ এমন খবর সিলেটে ছড়িয়ে পড়লে ফুলতলী পীরের ভক্ত-অনুসারীদের মধ্যে উচ্ছ্বাস বেড়ে যায়। অপরদিকে কপালে ভাঁজ পড়তে শুরু করেছে অপর ইসলামী দলগুলোর। এমনকি বিএনপির প্রার্থীদেরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ফুলতলী মসলক থেকে জাতীয় নির্বাচনে সিলেটের বিভিন্ন আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি। কেননা দলটি প্রার্থী দিলে পাল্টে যেতে পারে বৃহত্তর সিলেটে ভোটের হিসাব-নিকাশ। দলীয় নিবন্ধন না থাকায় সরাসরি দলীয় ব্যানারে দলটি নির্বাচনে আসবে না। তবে দলের সমর্থন নিয়ে স্বতন্ত্র হিসেবে তারা প্রার্থী হবেন।

অবশ্য একটি সূত্র জানিয়েছে, আল ইসলাহ নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা জানালেও তারা বরাবরের মতোই জামায়াতবিরোধী বলয়ের সাথে নির্বাচনি সমঝোতায় যেতে পারে। ইতোমধ্যে বিএনপির শীর্ষ মহল থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। আলোচনা চলছে। যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত আসতেও পারে। তবে কোনো সমঝোতা না হলে দলটি এককভাবে নির্বাচনে প্রার্থী দেবে। এমনটিই জানিয়েছে দলের একটি নীতিনির্ধারণী মহল। 

আনজুমানে আল ইসলাহের মহাসচিব অধ্যক্ষ মাওলানা মনোওর আলী বলেন, আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি বা সেটি আনুষ্ঠানিকভাবে জানাইওনি। তবে দলীয় ফোরামে একটি প্রাথমিক আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে নির্বাচনি পরিস্থিতি অনুকূলে বা পরিবেশ থাকলে আল ইসলাহের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে ৫টি আসনের প্রার্থিতার একটি রূপরেখা তৈরি হয়েছে। যদিও সেটি চূড়ান্ত নয়। তবে প্রার্থীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!