ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বললেন সেনাপ্রধান

আমরা অনেকেই শিক্ষিত হই কিন্তু সুশিক্ষিত হই না

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০১:০৩ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা অনেকেই শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না। ভালো ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ পেয়ে উত্তীর্ণ হই, ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করি, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করি, কিন্তু কারো কারো মাঝে নৈতিকতার অভাবের কারণে খুব একটা ভালো কাজ করতে পারি না। 

গতকাল শুক্রবার দুপুরে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে সাবেক ক্যাডেটদের ৩ দিনব্যাপী ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, এই দেশের মানুষ, বিশেষ করে গরিব ও সাধারণ মানুষের টাকায় আমরা শিক্ষিত হয়েছি, পড়াশোনা করেছি, পড়াশোনা করছি ও বেতনভুক্ত হয়েছি। তাই তাদের জন্য আমাদের কাজ করতে হবে।

জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, জয়পুরহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল, সেনা প্রধানের স্ত্রী কমলিকা জামান, প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা ছাড়াও বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তা, ক্যাডেট কলেজের শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।