দুই দিন পরীক্ষা বন্ধ রাখার পর শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা। গতকাল মঙ্গলবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে বৈঠকের আলোচনা বা পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে রাজধানীর একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক ও একটি স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজে আজ বুধবার থেকে যথারীতি পরীক্ষা অনুষ্ঠানের কথা জানানো হয়েছে। একটি স্কুলের শিক্ষার্থীদের ইতিমধ্যে মেসেজ করে আজকের পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিলেও পিছপা হচ্ছেন না প্রাথমিকের শিক্ষকরা। আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার শিক্ষক নেতাকে ইতিমধ্যে শোকজ করার পর আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। আজ থেকে প্রাথমিক বিদ্যালয় ‘তালাবদ্ধ’ রাখার পাশাপাশি উপজেলা শিক্ষা অফিসের সামনে বিক্ষোভ করবেন তারা। এদিকে পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করায় বিভিন্ন জায়গায় ক্ষুব্ধ অভিভাবকদের সঙ্গে বাগবিত-ায় জড়িয়েছেন শিক্ষকরা। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহায়ক কর্মচারীরা পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন।
সারা দেশের ৭২১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা চার দফা দাবিতে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করেছেন। প্রাথমিকের সহকারী শিক্ষকদের একাংশও দাবি বাস্তবায়নে পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষকদের কর্মবিরতির কারণে দেশের বেশির ভাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গত দুদিন বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক গাজী আনিছুর রহমান জানান, শিক্ষকদের কর্মবিরতির কারণে বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাজধানীর সবুজবাগ সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সালাম জানান, কর্মবিরতির কারণে বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা স্থগিত রয়েছে।
তবে দাবি-দাওয়া নিয়ে গতকাল বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারের সঙ্গে বৈঠকে বসেন সরকারি মাধ্যমিকের শিক্ষক নেতারা। বৈঠক থেকে বের হয়ে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক শীর্ষ নেতা। তবে রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর অনেক বিদ্যালয়ে আজ পরীক্ষা হবে বলে জানিয়েছে। রাজধানীর টিকাটুলি কামরুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক ভূঁইয়া রূপালী বাংলাদেশকে বলেন, ‘আজ বুধবার সূচি অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত দুই দিনের না হওয়া পরীক্ষার পরিবর্তিত দিন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’ কামরুনন্নেছার পাশাপাশি নারিন্দা সরকারি বালক বিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও আজ বুধবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এদিকে সহকারী শিক্ষকদের আন্দোলনের ফলে দেশের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। গতকাল নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন দেখা যায়, সহকারী শিক্ষকেরা অফিস কক্ষে অবস্থান করছেন। আর পুরো পরীক্ষার দায়িত্ব একাই পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রধান শিক্ষক। এতে পরীক্ষায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান বলেন, ‘সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’
খায়রুন নাহার লিপিসহ ৪ শিক্ষক নেতাকে শোকজ
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপিসহ ৪ শিক্ষক নেতাকে চলমান শিক্ষক আন্দোলনের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বাকিরা হলেনÑ প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও নোয়াখালী সদরের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামছুদ্দীন মাসুদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কাশেম এবং প্রাথমিক শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবার রহমান।
এ বিষয়ে শিক্ষক নেতা মো. শামছুদ্দীন মাসুদ জানান, তিন দফা দাবিতে আজ বুধবার আমরা বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন করব। একই সঙ্গে শিক্ষক নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রতিবাদে উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) অফিসের সামনে অবস্থান নেবেন।

