সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১১:৫২ পিএম

প্রস্টেট ক্যানসার

বয়স ৫০ হলেই সতর্ক হোন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১১:৫২ পিএম

বয়স ৫০ হলেই  সতর্ক হোন

বয়স্ক পুরুষ বিশেষ করে পঞ্চাশোর্ধ্ব পুরুষের জন্য প্রস্টেট ক্যানসার একটি প্রাণঘাতী রোগ। বিশ^ স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে, ফুসফুসে ক্যানসারের পরই পুরুষেরা সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হন, তা হলো প্রস্টেট ক্যানসার। যদিও প্রস্টেট ক্যানসার প্রাথমিক স্তরে ধরা পড়লে তেমন ভয় থাকে না। তবে বেশির ভাগ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে প্রস্টেট ক্যানসারের লক্ষণগুলো চেনা যায় না। তাই যখন সমস্যা গুরুতর আকার ধারণ করে ও রোগ নির্ণয় করা হয়, তখন রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

চিকিৎসকদের মতে, বয়স ৫০ পেরোলে এই অসুখের আশঙ্কা বাড়ে। ‘পিএসএ টেস্ট’ বা ‘প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট’ করে এই রোগ নির্ণয় করা হয়। সাধারণত রক্তে ‘পিএসএ’র মাত্রা ১ থেকে ৪-এর মধ্যেই থাকে। অনেক সময় পরীক্ষা করে দেখা যায়, কারো কারো রক্তে ‘পিএসএ’র মাত্রা ৪-এর বেশি রয়েছে। এই মাত্রা ৪ ছাড়ালেই অসুখ বাসা বেঁধেছে ধরে নেওয়ার কোনো কারণ নেই। বরং নিশ্চিত হতে ‘ডিজিটাল রেক্টাল টেস্ট’ করাতে হয়। তাতে যদি কোনো রকম স্ফীতি লক্ষ্য করা যায়, তা হলে বায়োপসি করানো হয়। সময়মতো রোগ চিহ্নিত করা গেলে ৯৬ শতাংশের ক্ষেত্রেই বাঁচানো যায় রোগীর প্রাণ। তাই এ রোগের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে সতর্ক থাকা আবশ্যক।

প্রস্রাব ধরে রাখতে না পারা কিংবা প্র¯্রাব পেলে ঠিকভাবে মূত্রত্যাগ করতে না পারাÑ এই রোগের অন্যতম প্রাথমিক লক্ষণ। পাশাপাশি এ রোগে বড় হয়ে যেতে পারে মূত্রথলির প্রস্টেট গ্রন্থির আয়তনও। প্রস্টেট ক্যানসারের লক্ষণগুলো হলোÑ

বারবার মূত্রত্যাগের প্রবণতা : বারবার প্রস্রাব পাওয়া প্রস্টেট ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষত, রাতের দিকে বারবার মূত্রত্যাগের প্রবণতা দেখা যায় আক্রান্তের। প্রস্রাব ত্যাগের প্রবণতায় যে কোনো রকম পরিবর্তন এলেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।

মূত্রত্যাগের সময় ব্যথা : মূত্রত্যাগের সময় ব্যথা হওয়া মোটেই ভালো লক্ষণ নয়। মূত্রত্যাগের সময় ব্যথা বা জ্বালা হওয়া একাধিক রোগের লক্ষণ হতে পারে। প্রস্টেট ক্যানসারও তার ব্যতিক্রম নয়।

প্র¯্র্রাবের সঙ্গে রক্ত যাওয়া : প্র¯্রাবের সঙ্গে রক্তপাত হওয়াকে বিজ্ঞানের ভাষায় বলে ‘হিমাচুরিয়া’। প্র¯্রাবের সঙ্গে রক্তপাত হলে বা মূত্রের রঙ লাল, গোলাপি কিংবা গাঢ় বাদামি হয়ে গেলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

পিঠ ও কোমরে যন্ত্রণা : কোমরের নিচের দিকে একাধিক কারণে ব্যথা হতে পারে। তাই এ সমস্যা অবজ্ঞা করার প্রবণতা বিরল নয়। বিশেষজ্ঞদের মতে, পিঠের নিচের দিক, কোমর, নিতম্ব, কুচকি ও থাইয়ের ব্যথা প্রস্টেট ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষত, বয়স্কদের ক্ষেত্রে এই উপসর্গটি অনেক বেশি দেখা যায়।

পরিশেষে বলা যায়, পুরুষের বয়স ৫০ পেরোলে মূত্রত্যাগের সময় ওপরের লক্ষণগুলোর পাশাপাশি অস্বাভাবিক কিছু লক্ষণ পরিলক্ষিত হলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মনে রাখতে হবে প্রস্টেট ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে বেশির ভাগ ক্ষেত্রে এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!