ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

বললেন জামায়াত আমির

নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘোরে, তারাই ধর্মকে ব্যবহার করে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৪:৩১ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনের সময় এলে তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে।’  

গতকাল সোমবার  ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

একই দিন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, ভোটের মাঠে এখনো সবার সমান সুযোগ নিশ্চিত হয়নি। এদিকে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখনো সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তাই তা নিশ্চিতে ইসিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।

নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচন পেছানো জামায়াতের কাম্য না। কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ গড়ব। আমরা কোনো দলকেই বাদ দেব না। দেশের স্বার্থে আমরা অনুভব করি, জামায়াত ক্ষমতায় গেলে অন্তত আগামী ৫ বছর দেশে স্থিতিশীলতা, অর্থনীতি ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।’

দুইটি জিনিস অনুরোধ করব মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘প্রথমত, নিজে দুর্নীতি করবেন না, এমনকি বিষয়টাকে প্রশ্রয় দেবেন না। দ্বিতীয়ত, সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা, এ বিষয়ে রাজনৈতিকভাব হস্তক্ষেপ করা যাবে না। যারা অন্তত এই দুইটি বিষয়ে একমত হবেন আমরা তাদের নিয়ে সরকার গঠন করতে আগ্রহী।’  খালেদা জিয়ার অসুস্থতায় রাজনীতিতে কোনো সংকট দেখছেন কি নাÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুস্থতা অসুস্থতা আল্লাহর সিদ্ধান্তের ওপর নির্ভর করে। দেশবাসী তার সুস্থতায় শ্রদ্ধা নিবেদন করে দোয়া করছে। সবাইকে বিদায় নিতে হবে। এর সঙ্গে সমাজের চাকা চলা বা অচল হওয়া উচিত নয়।’

৮ দেশের রাষ্ট্রদূতরা নির্বাচনের প্রস্তুতি এবং একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেছে কি নাÑ এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘একই দিনে দুই ভোট নিয়ে শঙ্কা আছে।’ এ সময় আলাদা আলাদা দিনে নির্বাচন করার কথাও জানান তিনি। এ সময় দেশের স্বার্থে আগামীর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির।

ভোটের মাঠে এখনো সবার সমান সুযোগ নিশ্চিত হয়নি : ইসিতে জামায়াত

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার তোড়জোড়ের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে নিজেদের অসন্তোষ নির্বাচন কমিশনকে জানিয়েছে জামায়াতে ইসলামী।

গতকাল ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এ কথা জানান। বিদ্যমান অবস্থার কিছু তথ্য-প্রমাণ সুনির্দিষ্টভাবে ইসির সামনে তাঁরা তুলে ধরেছেন বলেও জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছি। প্রশাসনে কর্মরত বড় বড় কর্মকর্তা এবং ইলেকশনের সঙ্গে রিলেটেড অফিসারদের নিরপেক্ষতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, সেটা আলোচনার বিষয় ছিল। এরপর আমরা আলোচনায় বলেছি, অবৈধ অস্ত্র উদ্ধারে যে অভিযান, সেটা খুব ইফেক্টিভ দেখছি না।’

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। ইসি সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে করার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তপশিল ঘোষণার কথা জানানো হয়েছে। এরপর গতকাল নির্বাচন কমিশনে গিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য জাতি অপেক্ষা করছে। নির্বাচনের ঘোষিত যে টাইমলাইন আসন্ন রমজানের পূর্বেই নির্বাচন করার যে প্রতিশ্রুতি, সে ক্ষেত্রে তপশিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে।’ এ বিষয়ে দলের পক্ষ থেকে ইসির কাছে জানতে চাওয়া হয়েছিল। সপ্তাহখানেকের মধ্যেই তপশিল ঘোষণা করা হবে বলে ইসির পক্ষ থেকে তাদের জানানো হয়েছে।