কোনো ধরনের ঝামেলা বা বিবাদে না জড়াতে ‘শান্তিচুক্তি’র ঠিক এক মাসের মাথায় আবারো সংঘর্ষে জড়াল রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিত-া ও হাতাহাতির জেরে এই বিবাদ রূপ নেয় কলেজের বাস ভাঙচুর পর্যন্ত। এরপর দফায় দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, সকাল সাড়ে ৮টার দিকে দুই কলেজের দুই শিক্ষার্থীর মধ্যে ঝামেলা থেকে হাতাহাতি হয়। এরপর সাড়ে ৯টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করে আইডিয়ালের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়ালের সামনে চলে যায়।
এর আগে গত ৯ নভেম্বর নিউ মার্কেট থানার উদ্যোগে ঝামেলা বা বিবাদে না জড়ানোর ‘অঙ্গীকার করে’ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়। চুক্তি শেষে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেছে, তারা আর মারামারি করবে না। এ সময় তারা স্লোগান দেয়, ‘আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে বিরোধ নাই’।
রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। কখনো কখনো তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। শিক্ষার্থীদের এই সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যেমন বিপাকে পড়তে হয়, তেমনি, ভোগান্তিতে পড়তে হয় রাস্তায় চলাচলকারীদেরও। গত এক বছরে নানা কারণে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা কমপক্ষে ১৫ বারের বেশি সংঘর্ষে জড়িয়েছে। এর মধ্যে সর্বশেষ ছয় মাসে তারা তিনটি বড় সংঘর্ষে জড়ায়।

