রবিবার, ২০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বরিশাল ব্যুরো

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১২:৫২ এএম

বদিউল আলম মজুমদার বললেন

শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছিলেন

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১২:৫২ এএম

শেখ হাসিনা স্বৈরাচারে  পরিণত হয়েছিলেন

নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে শেখ হাসিনা স্বৈরাচারীর প্রতীকে পরিণত হয়েছিলেন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। 

গতকাল শনিবার দুপুরে সদর রোড-সংলগ্ন বিডিএস মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের বরিশাল জেলা কমিটির সভাপতি গাজী জাহিদ হোসেন।  

বদিউল আলম মজুমদার বলেন, কতগুলো বিদ্যমান নীতি, নিয়ম, পদ্ধতি, প্রতিষ্ঠান ও আইনকানুন শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে। এ ছাড়া তিনি কিছু কিছু আইনকানুনে পরিবর্তন এনেছেন, সংবিধান সংশোধন করেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী করেছেন। 

তিনি আরও বলেন, বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনা নিজেকে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ওই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট পদ্ধতি।

শেখ হাসিনার সমালোচনা করে বদিউল আলম বলেন, শেখ হাসিনা ট্যাংকে চড়ে বা খাকি পোশাকে ক্ষমতায় আসেননি, ২০০৮ সালের একটি নির্বাচনের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় আসেন। কিন্তু সময়ের সঙ্গে তিনি এমন একটি শাসনব্যবস্থা কায়েম করেন, যা মানুষের অধিকার হরণ করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছে।

সুজনের সম্পাদক বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করেছে, যার মধ্যে একটি ‘ঐকমত্য কমিশন’। এই কমিশন কাজ করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে মৌলিক সংস্কারের বিষয়গুলো চিহ্নিত করতে। 

তিনি আরও বলেন, সংবিধান জনগণের অধিকারের রক্ষাকবচ। তাই জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান, নির্বাচনব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং দুর্নীতি প্রতিরোধসংক্রান্ত কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন আছে। এ লক্ষেই সুজন সারা দেশে ১৫টি নাগরিক সংলাপের আয়োজন করেছে।

সংলাপে আরও বক্তব্য দেন সুজনের বরিশাল মহানগর সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, জেলা সম্পাদক রনজিৎ দত্ত, বরিশাল জেলা মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, সুজনের বরগুনা জেলা সাধারণ সম্পাদক জি এম কাদের, পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ। এতে বরিশালের সব জেলা, উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!