রবিবার, ২০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০২:৪৯ এএম

সেরা ক্রিকেট খেলতে হবে: লিটন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০২:৪৯ এএম

সেরা ক্রিকেট খেলতে হবে: লিটন

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস আগেই বলেছিলেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ সহজ হবে না। তাদের জন্য খুবই চ্যালেঞ্জ সিরিজ হবে এটি। তবে এই চ্যালেঞ্জ নিয়েই নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে বলে জানালেন লিটন। গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
পাকিস্তান দলের পেস অ্যাটাকের চেয়ে স্পিন ধারালো। তাদের স্পিন বাংলাদেশকে কতটা বেকায়দায় ফেলতে পারে? লিটন বলেন, ‘আমি আগেও বলেছি যে, এই সিরিজটা অতটা সহজ হবে না। তাদের নিশ্চয় ভালো বোলার আছে। তারা সক্ষম ভালো বল করার জন্য। আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই। মিরপুর সব সময় চ্যালেঞ্জিং হয়। তবে ভালো ক্রিকেটটা খেলতে হবে। এই চ্যালেঞ্জটা নিয়েই ক্রিকেট খেলতে হবে।’
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ইতিহাসে যে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, এরমধ্যে দুটিই জিতেছে মিরপুরে। এবার আবারও পাকিস্তানকে বাংলাদেশ হারিয়ে দিতে পারে বলে জানালেন সফরকারী অধিনায়ক সালমান আগা। এ প্রসঙ্গে লিটন বলেন, ‘আমি আগেও বলেছি, আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। সবকিছু তৈরি হয় ইতিহাস হওয়ার জন্য। রেকর্ড কিন্তু ব্রেকও হয়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, তাহলে বেশি সময় লাগবে না। ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কী করতে পারি, আমাদের কতটা সামর্থ্য আছে, কতখানি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে সব জিনিসই পরিবর্তন হয়ে যাবে।’
গত শ্রীলংকা সিরিজে ব্যাটিংয়ে নজর কেড়েছেন শামীম পাটোয়ারী। দ্রুতগতিতে স্কোর বোর্ডে রান যোগ করার দক্ষতা দেখান এই ব্যাটসম্যান। তার ব্যাটিং অর্ডার আগানো যায় কি না? লিটন বলেন, ‘এটা আসলে নির্ভর করবে খেলার পরিস্থিতির ওপর। আমরা জানি, শামীমের সামর্থ্য কেমন, কী করতে পারে। এটার বেস্ট আমরাই বিচার করতে পারব, কোন জায়গায় ব্যাটিং দিলে ভালো হবে।’ শামীম কী মিরাজের আগে ব্যাটিংয়ে আসতে পারেন কি না? লিটনের জবাব, ‘বললেও তো অনেক কিছুই করা যায়। রিশাদকেও উপরে ওপেন করতে পাঠানো যায়। পাঠাতে তো অনেক জনকেই পারব। কিন্তু নির্দিষ্টভাবে যে যে জায়গায় খেলার, সেখানে খেলাটাই ভালো।’
সংবাদ সম্মেলনে আসার আগে মিরপুরের উইকেট দেখেন লিটন। তিনি জানান, ‘ভালোই তো দেখলাম। আমার কাছে মনে হয়েছে ভালো উইকেট হবে। ব্যাটিং ও বোলিংÑ দুই দিকেই ভালো হবে।’ মিরপুরের উইকেটে একেক সময় একেক রকমের হয়। এই উইকেটে কত স্কোর নিরাপদ মনে করেন? লিটন বলেন, ‘এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। আবহাওয়ায় তো আমাদের কারোর নিয়ন্ত্রণ নেই। গত তিন-চার দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। তাই মানুষটা পরিশ্রম করে উইকেট তৈরি করে আপনাকে প্রস্তুত করে দেবে, সেই মানুষটার হাতে সেই সময়টা ছিল না যে, সে প্রস্তুত করবে। এই মুহূর্তে উইকেট নিয়ে আমাদের ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে, বাংলাদেশের জন্যও একই থাকবে। আমরা উইকেটটা কতটা রিড করে ভালো ক্রিকেট খেলতে পারি, এটাই হলো বড় জিনিস।’
মিরপুরে আগে স্পিন ট্র্যাকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে জিতেছে বাংলাদেশ। এমন উইকেটে খেলে অনেক ব্যাটসম্যানের ব্যাটিং নষ্ট হয়েছে। এবারও কম রানের উইকেট হতে পারে মিরপুরে। এই শঙ্কা কাজ করছে কি না? লিটন বলেন, ‘অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার অনেক নিচু হয়ে গেছে ব্যাটসম্যান হিসেবে। আমি যদি বোলার হতাম, তাহলে আমার ক্যারিয়ারও একটু বিল্ডআপ হতো ওখানে, ওই উইকেটে খেলে। অবশ্য বাংলাদেশ টিম ওখানে উন্নতি করেছে। সিরিজ জিতেছে, এটা বিশাল প্লাস পয়েন্ট। একইভাবে ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। আমার মনে হয় না, এখন ওই জিনিসটা এই মুহূর্তে পুনরাবৃত্তি হবে কি না। তবে উইকেট ভালো যে একটা ইভেন্ট গেম হবে।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!