আজ থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে বেশ কিছু রেকর্ড হাতছানি দিচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে। ব্যাট হাতে ছন্দটা ধরে রাখতে পারলে নতুন রেকর্ড গড়বেন এই ডানহাতি উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ড সাকিব আল হাসানের (৩৬০)। দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল (২৩৫)। আর লিটন আছেন ৩ নম্বরে (২১০)।
অর্থাৎ, মাত্র ২৬ রান করলেই তামিমকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যাবেন লিটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও বাংলাদেশিদের মধ্যে রানের তালিকায় দ্বিতীয় হওয়ার সুযোগ থাকছে লিটনের। এই সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন তিনি। তার রান ২২৭৬। দ্বিতীয় স্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের রান ২৪৪৪। অর্থাৎ, পাকিস্তান সিরিজে ১৬৯ রান করতে পারলে দ্বিতীয় স্থানে উঠে আসবেন লিটন। এ ছাড়া মিরপুরে রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় হওয়ার সুযোগও রয়েছে লিটনের। মিরপুরের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান মাহমুদউল্লাহর (৮০৪)।
দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে সাকিব আল হাসান (৫৪৭) ও লিটন দাস (৫১০)। এবার যদি লিটন ৩৮ রান করতে পারেন, তাহলে তিনিই হবেন এই ভেন্যুতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে, সর্বোচ্চ ছক্কার মালিক হওয়ার সুযোগ লিটনের সামনে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ৭৭টি। লিটনের ছক্কার সংখ্যা ৭১। সিরিজে ৭টি ছক্কা মারতে পারলেই তিনি ছক্কায়ও ছাড়িয়ে যাবেন রিয়াদকে।
আপনার মতামত লিখুন :