রবিবার, ২০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০২:৫৪ এএম

কন্ডিশন বুঝে খেলবে পাকিস্তান: সালমান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০২:৫৪ এএম

কন্ডিশন বুঝে খেলবে পাকিস্তান: সালমান

প্রায় দুই মাস আগে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হেরে এসেছে বাংলাদেশ। ওই সিরিজে বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছিল পাকিস্তানিরা। বড় ইনিংস খেলার চেয়ে কম বলে বেশি রান তোলার ঝোঁক ছিল তাদের। ঘরের মাঠে আগ্রাসী ক্রিকেটের ধারা কি মিরপুরের মাঠেও অব্যাহত থাকবে পাকিস্তানের? গতকাল সংবাদ সম্মেলনে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আগা জানান, কন্ডিশন বুঝে খেলবেন তারা। মিরপুরের উইকেটের আচরণ বুঝেই পরিকল্পনা সাজাবে পাকিস্তান। বাংলাদেশকে সমীহ করে সালমান বলেন, ‘যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু, যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল। আমরা জানি কী কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে। মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

বিপিএলে পাকিস্তানের অনেক ক্রিকেটার খেলে থাকেন। বর্তমান পাকিস্তান টি-টোয়েন্টি দলে থাকা অনেক ক্রিকেটারের বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। আর তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়েই বাংলাদেশের বিপক্ষে সফল হতে চায় পাকিস্তান দল। বাংলাদেশের কন্ডিশন প্রসঙ্গে সালমান আগা বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বেশির ভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ তাদের ইনপুট ও অভিজ্ঞতা নেওয়া। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা তাদের ইনপুট দিয়েছে, আমরা ওই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি।’

পাকিস্তান টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন রিজওয়ান, বাবররা। এই অভিজ্ঞ ক্রিকেটারদের দলে না থাকার কারণ ব্যাখ্যা করেন সালমান, ‘পাকিস্তানের জন্য তারা বেশ ভালো করেছে। সেভাবেই খেলেছে, যেভাবে খেলা উচিত। কিন্তু হ্যাঁ, টি-টোয়েন্টি প্রতি বছরই বদলে যাচ্ছে, সত্যি বলতে প্রতি ছয় মাসেই বদলায়। আমরা এখন যেভাবে খেলতে চাই, আমাদের ওই ধরনের খেলোয়াড় আছে। আমাদের এখন যেসব খেলোয়াড় আছে, তারা খুবই ভালো আর রোমাঞ্চকর।’ বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলবে কি না পাকিস্তানÑ এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘আমরা আমাদের খেলার ধরন বদলেছি। এভাবেই আমরা খেলতে চাই। কিন্তু কন্ডিশন পর্যবেক্ষণ করাটাও গুরুত্বপূর্ণ।

আমরা দেখব কন্ডিশন কেমন আর আমরা কীভাবে খেলতে চাই। যদি কন্ডিশন তেমন হয় (আক্রমণাত্মক ক্রিকেট খেলার মতো), তাহলে আমরা খেলব। যদি কন্ডিশন তেমন না হয়, তাহলে আমরা ওই অনুযায়ীই খেলব। আমাদের লক্ষ্য (মাঠের) গড়ের চেয়ে ১০-১৫ রান বেশি করা। যখন আমরা বল করব, তখন (প্রতিপক্ষ) দলকে গড়ের চেয়ে কমে আটকে রাখা।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!