ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ, দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:০১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে আহতদের একজনের মৃত্যু হয়েছে। তুহিন হোসেন (৩৮) নামের ওই ব্যক্তি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। 

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান গতকাল বুধবার বলেন, তুহিন হোসেন চিকিৎসাধীন ছিলেন এইচডিইউতে। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

ধলপুর এলাকায় গত শুক্রবার মধ্যরাতে এই বিস্ফোরণ ঘটে বলে পরদিন জানিয়েছিলেন যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান। পুলিশের ধারণা, দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর তুহিনসহ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

বাকি তিনজন হলেনÑ তুহিন হোসেনের স্ত্রী ইভা আকতার (৩০) এবং দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। শাওন বিন রহমান জানিয়েছেন, ইভা আকতারের ১৫ শতাংশ, তানভীরের ৪০ শতাংশ এবং তাওহীদের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে তানভীরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শাওন বিন রহমান।