ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’নীতি কার্যকরসহ বিএফইউজের ৩৯ দাবি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০১:৪০ এএম

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষায় ৩৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। দাবির মধ্যে রয়েছে ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’নীতি কার্যকর, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ। একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলের দাবিও জানানো হয়েছে।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক সমাবেশে সংগঠনটির মহাসচিব কাদের গনি চৌধুরী এই ৩৯ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো উপস্থাপন করে সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বলেন, ‘আমরা এমন একটি পরিবর্তিত সংবাদমাধ্যম চাই, যেখানে একজন সাংবাদিক কোনো পক্ষের চাপ ছাড়াই ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরতে পারবেন। যেখানে অনুসন্ধানই হবে সত্যের সমাহার আর দায়িত্ববোধ হবে সাংবাদিকতার মূলশক্তি।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দাবির মধ্যে রয়েছে ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’নীতি কার্যকর করতে হবে। অবিলম্বে স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠন করতে হবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রেডিও, সংবাদ সংস্থা, অনলাইন ও মাল্টিমিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন করতে হবে। সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন করতে হবে। সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ করতে হবে। ৬. সাংবাদিক হত্যা, হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে ইত্যাদি।