ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

সিলেটে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ছেলে কারাগারে

সিলেট ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০২:০০ এএম

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাককে নিজ বাড়িতে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় তার ছেলে আসাদ আহমদকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার দুপুরে পুলিশ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা দায়ের করে। পরে আসাদ আহমদকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত শুক্রবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফজরের নামাজের পর আবদুর রাজ্জাক বাসার ছাদে হাঁটতে যান। সকাল ৯টার দিকে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা ছাদে গিয়ে রক্তাক্ত লাশ দেখতে পান। সিসিটিভি ফুটেজে বাড়িতে কাউকে প্রবেশ বা বের হতে দেখা যায়নি এবং প্রধান ফটকও তালাবদ্ধ ছিল। ফলে পুলিশের ধারণা, ঘরের ভেতরের কেউ হত্যাকা-ের সঙ্গে জড়িত।
উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বাইরের কেউ ঘরে প্রবেশ করেনি, তাই নিশ্চিতভাবেই ঘরের ভেতর থেকেই হত্যাকা-টি সংঘটিত হয়েছে। সন্দেহের ভিত্তিতে পরিবারের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বিষয়টি স্বীকার করছেন না, তাই রিমান্ডে এনে বিস্তারিত জানতে চাই।’
এদিকে গতকাল শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
প্রসঙ্গত, শুক্রবার বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের নিজ বাড়ির ছাদ থেকে আবদুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত আবদুর রাজ্জাক (পিতা- মৃত মৌলুল হোসেন) দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।