ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মধ্য বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১২:৩৭ এএম

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বাসায় ঢুকে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন ভোররাত ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনারের গলিতে একটি দোতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে ওই বাসা মামুনের নয় বলে জানিয়েছেন হাসানুর রহমান। পুলিশের ধারণা, মাদক চোরাকারবারির দ্বন্দ্বে এই হত্যাকা- হয়েছে।

হাসানুর রহমান বলেন, ‘নিহত যুবকের আঙুলের ছাপ থেকে তার পরিচয় জানা গেছে। মামুন পটুয়াখালীর দুমকী উপজেলার আগলী গ্রামের আব্দুল মালেক শিকদারের ছেলে। তবে এখনো তার পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য বাড্ডা উসমানের বাড়ির বিকাশের মেসে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পোনে ৩টার দিকে ওই ঘটনা ঘটে। ওই মেসের একটি কক্ষে প্রতিদিন রাতে মাদক (ইয়াবা) বিক্রি ও সারা রাত সেখানে মাদক সেবন করা হতো। রাতে মাদক বিক্রেতা আবুল, লিটন, সোহাগ, রিপনসহ সাত-আটজন ছিল ওই রুমে। ঘটনার পর তারা দৌড়ে বের হয়, যারা হত্যাকা- ঘটিয়েছে, তারা দুজন মোটরসাইকেলে পালিয়ে যায়। সূত্রটি বলে, মাদক কারবারি ও মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ সেখানে বসবাসরত মানুষ। মাদক কারবারিদের ভয়ে কেউ কিছু বলতে পারে না। কিছু বলতে গেলে তাদের হামলার শিকার হতে হয়।