ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

তিন মাস পর হাসপাতাল ছাড়ল সায়রা-সায়মা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১২:৩৮ এএম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হওয়া যমজ দুই শিশু সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা সাড়ে তিন মাস পর অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরছে।

দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে সুস্থ হয়ে ওঠায় তাদের বাড়ি পাঠানো হয়। বাবা-মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হয়। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে উড্ডয়ন ত্রুটিকে চিহ্নিত করেছে।