ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই ফরম নেওয়া যাবে।
গতকাল শুক্রবার দুপুরে দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য জানান। তিনি বলেন, শুরু থেকে যেই ৩ পদ্ধতিতে মনোনয়ন ফরম নেওয়া ও জমা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই পদ্ধতিই বহাল রয়েছে। যারা এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করতে ইচ্ছুক, আগামী ২০ নভেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করে জমা দিতে পারবেন।
তিনি আরও বলেন, মনোনয়ন ফরম সংগ্রহের জন্য অনলাইন ও অফলাইন উভয় সুবিধাই থাকবে। অনলাইনে আবেদন করতে হলে আগ্রহীরা হড়সরহধঃরড়হ.হপঢ়নফ.ড়ৎম ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন। অফলাইনে আবেদন করতে চাইলে ফরম সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নেওয়া যাবে। এ ছাড়া এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করেও ফরম সংগ্রহ করা যাবে।
রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি করছে এনসিপি। শুরুতে দলটি মনোনয়নপত্র সংগ্রহের জন্য ১৩ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল। তবে দলের শীর্ষ পর্যায়ের বেশির ভাগ নেতাই এখনো মনোনয়নপত্র কেনেননি। শুধু ১০ নভেম্বর রাতে ঢাকা-৯ আসনের জন্য মনোনয়নপত্র কেনেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আর ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এর আগে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাইযোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিরা দুই হাজার টাকায় এই ফরম নিতে পারবেন।

