রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০২:১৩ এএম

শান্তিপূর্ণ জীবন চাই এখন

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০২:১৩ এএম

শান্তিপূর্ণ জীবন চাই এখন

দেশের সংগীতাঙ্গনের এক আলোচিত নাম আঁখি আলমগীর। স্টেজ শো’তে এখনো অপ্রতিদ্বন্দ্বী তিনি। এই গায়িকা বছরজুড়ে স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে বেশি ব্যস্ত থাকেন। নতুন গানও করছেন নিয়মিত। কিছুদিন আগেই অন্তর্জালে এসেছে তার নতুন গান। এর মধ্যেই এক ফেসবুক পোস্ট দিয়ে গায়িকা জানিয়েছেন, তিনি খুব বিরক্ত এবং রেগে আছেন।
তাতেই আঁখির সেই পোস্ট নিয়ে অনুরাগীদের মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা। কেউ কেউ মনে করছেন, এই ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের মানসিক ক্লান্তি, আশপাশের মানুষের ভ-ামি ও মিথ্যাচারের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন আঁখি আলমগীর।
এই গায়িকা লিখেছেন, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ; কারণ, আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে... মুক্তি চাই ভ-ামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন।’
একই পোস্টে নিজের প্রতি বিরক্তির কথাও জানিয়েছেন আঁখি। তিনি লিখেছেন, ‘বিরক্ত নিজের ওপর। এতকিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ্যাÑ এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’ 
পোস্টের শেষে তিনি উল্লেখ করেছেন, ‘বিশ্বাস করো, তোমার কল্পনার চেয়েও বেশি পাওয়ার যোগ্য আমি।’
এ ফেসবুক পোস্ট কাদের উদ্দেশে লিখেছেন, সে ব্যাপারে কিছুই স্পষ্ট করেননি আঁখি। তবে কেউ কেউ বলছেন, এই কয়েকটি বাক্যে যেন ফুটে উঠেছে আঁখি আলমগীরের ভেতরের ক্লান্তি ও শান্তি খোঁজার আকুতি। 
বলা দরকার, মাসখানেক আগে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ‘প্রেম ব্যাপারী’ শিরোনামে আঁখি আলমগীরের নতুন একটি গান। দ্বৈত কণ্ঠের গানটিতে আঁখির সহশিল্পী ছিলেন পুলক অধিকারী। সামনে আরও নতুন কিছু গান আসছে বলে জানিয়েছেন। সেইসঙ্গে ব্যস্ত আছেন টিভি অনুষ্ঠান নিয়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!