কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভিতে সাপ্তাহিকভাবে প্রচার হচ্ছে আলোঘর প্রকাশনা নিবেদিত অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। আর এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিবর্গ। যারা শোনাচ্ছেন তাদের আলোকিত ব্যক্তিজীবনের কথা এবং বর্ণাঢ্য কর্মজীবনের কথা।
তারই ধারাবাহিকতায় এবারের পর্ব তথা ২৮তম পর্বে অতিথি হয়ে এসেছেন নন্দিত অভিনেতা আজিজুল হাকিম। যিনি মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রÑ এই তিন অঙ্গনেই সমান জনপ্রিয়। এই পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা। পর্বটি প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে।
অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আলোঘর প্রকাশনা নিবেদিত এই অনুষ্ঠানের প্রচারিত পর্বগুলো ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। যা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটি দর্শকদের আরও কাছাকাছি নিয়ে যেতে। আশা করি, আমাদের চেষ্টা সফল হবে।’
অতিথি আজিজুল হাকিম বলেন, ‘সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানগুলো প্রায় কাছাকাছি মেজাজের হয়ে থাকে। তবে এই অনুষ্ঠানটিকে আমার নানা কারণে ভিন্ন মনে হয়েছে। আশা করছি, যারা অনুষ্ঠানটি দেখবেন, তারা খুব সহজেই ভিন্নতার সেই কারণগুলো শনাক্ত করতে পারবেন।’

