গীতিকার, সুরকার হিসেবে সাংবাদিক অভি মঈনুদ্দিনের যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালে। তার লেখা ও সুর করা প্রথম প্রকাশিত গান ছিল কানিজ খাদিজা তিন্নির কণ্ঠে ‘শত শত রাত’। এরপর তার লেখা ও সুর করা গান রুমানা ইসলামের কণ্ঠে ‘যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি’, ইউসুফের কণ্ঠে ‘আমি চাই তোমাকে’, লাবণ্য ও ইউসুফের কণ্ঠে ‘চাই না হৃদয় ভেঙে যাক’, শাবনাজ-নাঈমের মেয়ে মাহাদিয়ার কণ্ঠে ‘দিনগুণে’ গানগুলো প্রকাশিত হয়।
প্রকাশের অপেক্ষায় আছে ‘আমার মন খারাপের এই দিনে’ শিরোনামের একটি গান। এ ছাড়াও দিলশাদ নাহার কনা ও প্রতীক হাসানের কণ্ঠে ‘আদরে আদরে’ গানটিও সম্পূর্ণ প্রস্তুত হয়ে প্রযোজকের চূড়ান্ত নির্দেশনা না পাওয়ায় গানটি আটকে আছে। এর মধ্যে ‘তোমার চোখেতে চোখ পড়লে দু’চোখÑ বুকেতে জ্বলে আগুন’ গানটির কাজও আটকে ছিল দীর্ঘদিন। তবে এখন নতুন করে এই গানের কাজ শুরু হয়েছে। আসছে ভালোবাসা দিবসের আগেই গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে।
এ ছাড়া ‘যদি তোমার সাথে সাথে থাকি আমি’ গানটির কাজ চলতি মাসেই শুরু হয়েছে। গানটির সংগীতায়োজন করছেন সম্রাট আহমেদ। এ ছাড়াও ‘আমি কে তোমার বন্ধু তুমি বলে দাও’, ‘কী জাদু তোমার চোখেতে কী মায়া তোমার হাসিতে’, ‘তোমারই মনের সাথে বেঁধেছি মন’ গানগুলোরও কাজ চলছে। অপ্রকাশিত কিংবা কাজ চলমান গানগুলো দ্রুতই শেষ করে প্রকাশের উদ্যোগ নিচ্ছেন অভি মঈনুদ্দীন।
তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই গান গাওয়ার প্রতি আমার দুর্বলতা ছিল। তবে কোনোদিন গান লিখব, সুর করব এমন চিন্তাও আসেনি কখনো। কিন্তু ২০২০ সালে কেমন করে যেন হঠাৎ করেই চাই না হৃদয় ভেঙে যাক গানটির সুর ও কথা মাথায় চলে আসে। এরপর থেকেই যেন একের পর এক গান সুরে সুরে কথায় কথায় আমার ভেতর থেকে আসতে থাকে। এভাবেই বেশকিছু গান হয়ে যায়। আমার লেখা ও সুর করা দুই শতাধিক গান আছে। যে গানগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা আছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন