বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০২:২২ এএম

হুমায়ূন আহমেদ : সিনেমার গল্পে এক অমর নির্মাতা

মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০২:২২ এএম

হুমায়ূন আহমেদ : সিনেমার গল্পে এক অমর নির্মাতা

বাংলা সাহিত্য ও চলচ্চিত্র দুই জগতেই সমান সাফল্যের ছাপ রেখে গেছেন কলম জাদুকর ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ। তিনি অসংখ্য গল্প, কবিতা, সংগীত, নাটক ও চলচ্চিত্র রচনা করেছেন। নন্দিত এই লেখক বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। হুমায়ূন আহমেদ গল্পের জাদুকর থেকে পরিণত হয়েছেন সিনেমার মায়াবী নির্মাতায়। মানবিক সম্পর্ক, গ্রামীণ সরলতা, মুক্তিযুদ্ধ, ভালোবাসা ও হাস্যরস সব মিলিয়ে তার সিনেমাগুলো যেন জীবনেরই প্রতিচ্ছবি। তার লেখা যেমন পাঠককে বিমোহিত করে ঠিক তার সিনেমাও দর্শককে নিয়ে যায় আবেগ, প্রেম ও মুক্তিযুদ্ধের গল্পে। তথাকথিত চলচ্চিত্র থেকে সম্পূর্ণ ভিন্ন এক ধারার চলচ্চিত্র নির্মাণের যে কারিশমা তিনি দেখিয়েছেন তা দর্শকের মনে এখনো দাগ কেটে আছে। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর পরও তার সৃষ্টি বেঁচে আছে দর্শকের হৃদয়ে, প্রতিটি সংলাপে; প্রতিটি গানে। চলুন, একনজরে দেখে নেওয়া যাক তার নির্মিত জনপ্রিয় সিনেমাগুলো-

আগুনের পরশমণি (১৯৯৪)

হুমায়ূন আহমেদের প্রথম পরিচালিত সিনেমা এবং মুক্তিযুদ্ধভিত্তিক এক অনবদ্য সৃষ্টি। উপন্যাস থেকে নির্মিত এই সিনেমাতে উঠে এসেছে ১৯৭১ সালের রক্তাক্ত বাস্তবতা, গেরিলা যুদ্ধ ও সাধারণ মানুষের সংগ্রাম। এতে অভিনয় করেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ। ‘আগুনের পরশমণি’ শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)

সিনেমাটিতে তুলে ধরা হয় গ্রামের মানুষের বন্ধন, ভালোবাসা ও সরলতার গল্প। নৌকা ভ্রমণ, মাঝির গান আর আঞ্চলিক জীবনের রঙে রঙিন এই সিনেমা। পরিচালনার পাশাপাশি এই সিনেমার মাধ্যমে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন হুমায়ূন আহমেদ সিনেমাটির ‘একটা ছিল সোনার কন্যা’গানটি সেসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনো গানটি মানুষের মুখে মুখে ফিরে। এতে অভিনয় করেন রুমানা ইসলাম মুক্তি, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ প্রমুখ।

দুই দুয়ারী (২০০০)

তৎকালীন ঢাকাকে কেন্দ্র করে নির্মিত এক জীবনঘনিষ্ঠ গল্প। সিনেমাটি দর্শকদের শেখায় জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, তবুও জীবন সুন্দর। অভিনয়ে ছিলেন রিয়াজ আহমেদ, শাওন, মাহফুজ আহমেদ, ডা. এজাজ। রুনা লায়লার কণ্ঠে ‘লীলাবালি লীলাবালি’ গানটি সিনেমার বিশেষ আকর্ষণ ছিল।

চন্দ্রকথা (২০০৩)

বাস্তব ও কল্পনার মিশেলে নির্মিত এক ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র। এর জনপ্রিয় গান ‘ও আমার উড়াল পঙ্খীরে’। গানটি লিখেছেন হুমায়ূন আহমেদ আর গেয়েছেন সুবীর নন্দী। গানটির মাধ্যমে দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করেন এই গায়ক। এতে অভিনয় করেন মেহের আফরোজ শাওন, আসাদুজ্জামান নূর প্রমুখ।

শ্যামল ছায়া (২০০৪)

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হুমায়ূন আহমেদের দ্বিতীয় যুদ্ধভিত্তিক সিনেমা। একটি নৌকায় আশ্রয় নেওয়া বিভিন্ন ধর্ম ও মানসিকতার মানুষের গল্পে ফুটে ওঠে মানবতার আসল রূপ। অভিনয়ে হুমায়ুন ফরীদি, রিয়াজ আহমেদ, মেহের আফরোজ শাওন, শিমুল, স্বাধীন খসরু প্রমুখ।

নয় নম্বর বিপদ সংকেত (২০০৭)

হাস্যরস ও রহস্যের মিশেলে তৈরি এই কমেডি সিনেমাটি চিত্রায়িত হয়েছে নুহাশপল্লীতে। এতে পরিচালক তুলে ধরেছেন নিজের প্রিয় নানা বিষয় ও জীবনের কিছু মুহূর্ত। অভিনয় করেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, দিতি, তানিয়া আহমেদ প্রমুখ।

আমার আছে জল (২০০৮)

আধুনিক সমাজ, পারিবারিক বন্ধন ও ভালোবাসার জটিল সম্পর্কের গল্প। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটে বিদ্যা সিনহা মিমের। আরও অভিনয় করেন মেহের আফরোজ শাওন, জাহিদ হাসান, ফেরদৌস। সিনেমাটি অর্জন করে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি।

ঘেটুপুত্র কমলা (২০১২)

হুমায়ূন আহমেদের সর্বশেষ নির্মিত সিনেমা। সিলেট অঞ্চলের এক ঘেটুপুত্রের জীবনকাহিনি নিয়ে নির্মিত ঐতিহাসিক কল্পগাথা। সিনেমাটি মুক্তির পর সৃষ্টি করে ব্যাপক আলোচনার। অভিনয়ে ছিলেন মামুন, তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

হুমায়ূন আহমেদের প্রতিটি সিনেমা একেকটি সময়ের দলিল। তিনি আমাদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, ভাবিয়েছে, আর তাই তিনি আজও দর্শকের হৃদয়ে চিরজীবী।

রূপালী বাংলাদেশ

Link copied!