কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। প্রথম সিনেমায় নাম লেখিয়ে একের পর এক বির্তকে এই অভিনেত্রী। সম্প্রতি ‘এ্যাপোনিয়া’ নামের এক অনলাইন ফ্যাশন পেজের পক্ষ থেকে প্রতারণার দায়ে প্রথমে আইনি নোটিশ এবং পরবর্তীতে মামলার খাতায় নাম লেখান। এরই মধ্যে আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এই বিতর্ক যখন তুঙ্গে এমন সময় আরেক নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার তানজিন তিশার কাছে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ জানান। শুধু তাই নয়, জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর গুলশান থানায় গতকাল সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিশার বিরুদ্ধে। জিডি নং ৯৮৫।
সাধারণ ডায়েরিতে বাদী সায়ানা কুটর ফ্যাশন হাউজের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী উল্লেখ করেন, গত বছরের ১৩ ডিসেম্বর তার থেকে ৭৫ হাজার দামের একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নেন। শাড়িটি পরা শেষে পরের দিন ফেরত দেওয়ার কথা থাকলেও ফেরত দেননি। শাড়ি ফেরত চাইলে তাকে নানা প্রকার অশ্রাব্য ভাষায় গালি-গালাজসহ জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এমনকি ডিবির মাধ্যমে হেনস্থা করবেন বলে হুমকি প্রদান করেন। যার কিয়দংশ আমার মোবাইল কল রেকর্ডিং-এ প্রমাণ রয়েছে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তানজিন তিশা প্রশ্ন রেখে দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, এত জিডি কাপড় নিয়ে? এত শত্রু কোথা থেকে আসলো?’
ছোট পর্দার এই অভিনেত্রী প্রথমবারের মতো বড় পর্দার সিনেমায় নাম লেখিয়েছেন। সিনেমার নাম ‘সোলজার’। এই সিনেমায় চিত্রতারকা শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। এর শুটিং চলছে ঢাকার বিভিন্ন স্থানে এবং নভেম্বরের মধ্যেই এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই ব্যস্ত সময়েই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন তিশা।

