মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৬:৪৭ এএম

আমার জীবনে কখনো ক্রাইম করিনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৬:৪৭ এএম

আমার জীবনে কখনো ক্রাইম করিনি

যুগল শাড়িকাণ্ডে নাম জড়িয়ে আসামির খাতায় নাম জড়িয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি পরপর তার নামে দুটি মামলা হয়েছে। প্রথমে শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন এক নারী উদ্যোক্তা। তবে সেই নোটিশ আমলে না নিলে তিশার বিরুদ্ধে মামলা করেন অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। এই অভিযোগ ও মামলার রেশ কাটতে না কাটতেই তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে প্রথমে সাধারণ ডায়েরি তারপর গত ২৭ নভেম্বর ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ২ নম্বর আদালতে মামলা করেছেন আরেক নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার, নাম সানায়া চৌধুরী।

একই সময় ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সরিফুল ধাবক ৪ লাখ ১২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন তিশার বিরুদ্ধে। এরপর সিনেমাটির পরিচালক এম এন রাজ মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। তবে তিশা তাদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তবুও থামছে না বিতর্ক। কিছুতেই এই অভিনেত্রীর শনির দশা কাটছে না!

মামলা নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন তানজিন তিশা। প্রশ্ন রেখে তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘সিনেমার খবর সামনে আসার পর একটি বিশাল চক্র আমার পেছনে লেগেছে, এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। কারণ, অভিযোগগুলো মিথ্যা। কারা আমার পেছনে লেগেছে তা আজ হোক কিংবা কাল বের হবেই। এখন শাড়ির বিষয় আলোচনায় নেই কেন? সিনেমার পর থেকে একের পর এক বিষয় সামনে আসছে। এতদিন কেন আসেনি? আমি খুব অবাক হচ্ছি, আমার এত বড় শত্রু কারা?।

এই অভিনেত্রী আরও বলেন, ‘কলকাতার বিষয়টি আমি পরিষ্কার করেছি। চুক্তিপত্রে লেখা আছে সাইনিং মানি ফেরত পাবে না। সবচেয়ে বড় কথা তাদের জন্য আমি দুই মাস অপেক্ষা করেছি। কিন্তু তারা ভিসা করতে ব্যর্থতা হয়েছে। সেই দোষ শুধু আমি না পৃথিবীর কেউ-ই নিবে না।’ এরপর তিশা যোগ করে বলেন, ‘ইমেজ নষ্ট করার জন্য একটি গ্রুপ আমার পেছনে লেগেছে সিনেমায় নামার পর থেকে। শাড়ি নিয়ে অভিযোগ এখন প্রাণনাশের হুমকিতে চলে গেছে। প্রাণনাশের হুমকি দিলে তার প্রমাণ কই? প্রমাণ ছাড়া মন চাইলেই কিছু বলা যাবে না। আমার জায়গা থেকে আইন মেনে বিষয়টা মোকাবিলা করব। যে কারণে চুপ আছি। হঠাৎ করেই কে বা কারা এত বড় শত্রু হয়ে গেছে সেটাও জানা দরকার।’

বর্তমানে ‘সোলজার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘এতকিছু করেও আমার কাজ বন্ধ করতে পারছে না। আমার মতো করে কাজ করে যাচ্ছি। ধারণা করছি, আমার পেছনে শক্তিশালী একটি গ্রুপ কাজ করছে। আমার জীবনে কখনো ক্রাইম করিনি। আমি জানি দিন শেষে সত্যের জয় হবেই, বাকিটা আল্লাহ ভরসা।’

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে এই অভিনেত্রী থিতু হয়েছেন ছোট পর্দায়। একসময় তিশাকে নিয়মিত কাজে পাওয়া গেলেও কয়েক বছর ধরে বেছে বেছে কাজ করছেন। প্রথমবারের মতো কাজ করছেন সিনেমায়। ‘সোলজার’ নামের এই সিনেমায় তিশার সহশিল্পী চিত্রতারকা শাকিব খান। সিনেমায় তিশার চরিত্র নিয়ে রহস্যে জিইয়ে রেখেছেন পরিচালক। দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ।

রূপালী বাংলাদেশ

Link copied!