বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর রেখে নিজ ক্যারিয়ার সমৃদ্ধ করে এগিয়ে চলছেন এই প্রজন্মের শিল্পী জ্যাকলিন কাব্য। তিনি একাধারে লেখক, কবি, অভিনেত্রী ও মডেল হিসেবে নিজেকে মেলে ধরেছেন। সম্প্রতি তার লেখা গান ‘তোমাকে পেয়েছি কপালের জোড়ে’ জি সিরিজের ব্যানারে মুক্তি পেয়েছ। নিজেই হয়েছেন এই গানের মডেল।
মিউজিক ভিডিও সম্পর্কে জ্যাকলিন বলেন, অসম্ভব সুন্দর লোকেশনে গানটির চিত্রায়ণ হয়েছে। গানটি মুক্তি পাওয়ার পর দর্শকদের খুব সাড়া পাচ্ছি। অনেকে ফোন দিয়ে কাজের প্রশংসা করছেন।
লেখালেখি নিয়েও ব্যস্ত সময় পার করছেন জ্যাকলিন। কাব্য জয়, প্রণয়ের দেবতা ও মানুষ মূলত মেঘের মতোন নামে তার দিনটি বই প্রকাশিত হয়েছে। জ্যাকলিন জানিয়েছেন একুশের বই মেলা নিয়েও নতুন কাব্যগ্রন্থ বের করার প্রস্তুতি চলছে।
নিজের কাজ সম্পর্কে জ্যাকলিন বলেন, নিজেকে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করতে ভালো লাগে। সম্প্রতি কিছু ফটোশুট করেছি। কাজের মাধ্যমে নিজেকে প্রতিদিন ভাঙার কাজ করি।
জ্যাকলিন দেশীয় ফ্যাশন নিয়ে কাজ করছেন। বিভিন্ন ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন তার মধ্যে বিশ্বরঙ, মিরা, ইয়ারান ব্লু উল্লেখযোগ্য। তিনি রিয়েলমার্ট বিডি, এনএফসি কার্ড ডট কমসহ কয়েকটি কোম্পানির শুভেচ্ছাদূত, পাশাপাশি কাকতাড়ুয়া প্রোডাকশনের ব্র্যান্ড মডেল ও প্রতিষ্ঠা মেম্বার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন